Power Plant in Junglemahal

জঙ্গলমহলে আরও দু’টি বিদ্যুৎকেন্দ্র গড়বে রাজ্য, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেলে শালবনির প্রকল্প

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শালবনিতে দুটি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। বৈঠক শেষে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিকদের এই তথ্য জানান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৯:৪৭
Share:

সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে শালবনীতে নতুন দুটি বিদ্যুৎকেন্দ্র অনুমোদন দেওয়ার কথা জানালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, সঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম । —নিজস্ব চিত্র।

পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে বিদ্যুৎ উৎপাদনে উদ্যোগী রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শালবনিতে দু’টি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। বৈঠক শেষে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিকদের জানান, প্রতিটি কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে ৮০০ মেগাওয়াট, ফলে দু’টি কেন্দ্র মিলিয়ে মোট ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

Advertisement

মন্ত্রী জানান, সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে এই প্রকল্প গড়ে তোলা হবে। এর জন্য শীঘ্রই দরপত্র আহ্বান করা হবে। তিনি স্মরণ করিয়ে দেন যে, কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী শালবনিতে আরও দু’টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন, যেগুলি ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। নতুন প্রকল্প যুক্ত হলে জঙ্গলমহলে মোট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে, যা রাজ্যের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

এ ছাড়াও অরূপ জানান, মুর্শিদাবাদের সাগরদিঘিতে ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনও শীঘ্রই হবে। এই কেন্দ্র আধুনিক প্রযুক্তিতে নির্মিত হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে অধিক দক্ষতা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। রাজ্য সরকারের দাবি, এই নতুন প্রকল্পগুলি কেবল শিল্পক্ষেত্রে নয়, গ্রামীণ ও শহুরে অঞ্চলেও বিদ্যুতের সরবরাহ আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন করবে। পাশাপাশি, নির্মাণ পর্যায়ে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে। জঙ্গলমহলের মতো অপেক্ষাকৃত পিছিয়ে পড়া অঞ্চলে এ ধরনের অবকাঠামো প্রকল্প রাজ্যের উন্নয়ন কৌশলে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে প্রশাসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement