Theft

অগ্নিমূল্য বাজার, রাতে সবজির দোকানেই হানা দিল চোর

চকভৃগু বাজারে আলু বিকোচ্ছে ৫০ টাকা কেজি দরে। পেঁয়াজের দর ১০০ টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ২৩:৫৩
Share:

সবজি চুরির অভিযোগ। নিজস্ব চিত্র

আনাজপাতির আগুন দাম। এ বার সবজির দোকানেই হানা দিল নিশিকুটুম্ব। এ ঘটনা ঘটেছে
বালুরঘাটের চকভৃগু বাজারে।

Advertisement

অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালেও দোকান খুলেছিলেন চকভৃগু বাজারের সবজি ব্যবসায়ী বিজয় সাহা। কিন্তু দোকানের দরজা খুলতেই তাঁর চক্ষু চড়কগাছ। তিনি দেখতে পান তাঁর দোকান থেকে আলু, পেঁয়াজ-সহ বিভিন্ন সবজি ‘চুরি’ হয়ে গিয়েছে। সেই সঙ্গে চুরি গিয়েছে দোকানের ওজন মাপার যন্ত্রটিও। দোকানে রাতে চোর ঢুকেছিল বুঝতে পেরে বিজয় ক্যাশবাক্সও পরীক্ষা করেন। দেখা যায়, সেখানেও ‘চক্ষুদান’ করেছে চোর। বিজয়ের অভিযোগ, বাক্স থেকে চুরি করা হয়েছে কয়েক হাজার টাকা। এমন ‘আশ্চর্য’ চুরির খবর ছড়িয়ে পড়ে এলাকায়।

চকভৃগু বাজারে আলু বিকোচ্ছে ৫০ টাকা কেজি দরে। পেঁয়াজের দর ১০০ টাকা। বিজয়ের অভিযোগ, তাঁর দোকানে আলু-পেঁয়াজ ছিল অনেকটাই। বাজার এলাকায় পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Advertisement

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ প্রাক্তন বিএমওএইচ-এর বিরুদ্ধে

আরও পড়ুন: ধর্মঘটের সমর্থনে জেলায় জেলায় বাম সংগঠনগুলির মিছিল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন