Bus Services

একুশের জন্য পথে বাস কমতে পারে কাল থেকেই

ইতিমধ্যেই কলকাতা এবং শহরতলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সমাবেশে লোক নিয়ে আসার জন্য বাস চেয়েমালিকদের বার্তা পাঠানো হয়েছে বলে খবর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ০৮:৪২
Share:

বেশির ভাগ রুটেই ৮০ থেকে ৯০ শতাংশ বাস সোমবার দিন থাকবে না, সে ব্যাপারে নিশ্চিত বাস মালিকেরা। —প্রতীকী চিত্র।

আগামী সোমবার, ২১ জুলাই, তৃণমূলের সমাবেশ উপলক্ষে রবিবার সকাল থেকেই রাস্তায় বাসের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই কলকাতা এবং শহরতলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সমাবেশে লোক নিয়ে আসার জন্য বাস চেয়েমালিকদের বার্তা পাঠানো হয়েছে বলে খবর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি-সহ বিভিন্ন জেলায় একই মালিকের কাছে একাধিক অঞ্চল থেকে বাস চাওয়ার মতো ঘটনাও ঘটেছে। আজ, শনিবারের মধ্যে সেই সব সমস্যার নিষ্পত্তি করে বিভিন্ন জেলার কোথায়, কী ভাবে বাস যাবে, তা চূড়ান্ত করে ফেলা হবে বলে খবর। তবে, বেশির ভাগ রুটেই যে ৮০ থেকে ৯০ শতাংশ বাস ওই দিন থাকবে না, সে ব্যাপারে নিশ্চিত বাসমালিকেরা।

‘অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতি’র সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘‘শনিবার বিকেলের মধ্যেই বিষয়টি স্পষ্ট হবে। তবে, অন্যান্য বারের মতো এ বারেও অধিকাংশ বাসই সমাবেশে কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য নেওয়া হবে।’’ শহর ও শহরতলির ক্ষেত্রেও ৮০-৯০ শতাংশ বাস চেয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ‘মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বসু।

কলকাতা স্টেশন ও শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছনো উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কর্মী-সমর্থকদের শহরের একাধিক শিবিরে রাখার ব্যবস্থা করা হয়। শনিবার রাত থেকে তাঁদের এসে পৌঁছনোর কথা। সেই কারণে শনি ও বিশেষত রবিবার সকাল থেকেই বাসের সংখ্যা বেশ খানিকটা কমে যাবে বলে জানিয়েছেন ‘সিটি সাবার্বান বাস সার্ভিস’-এর সাধারণ সম্পাদক টিটু সাহা।

রবিবার রাস্তায় বাস এমনিতেই কম চলে। সমাবেশের কারণে ওই দিন দুপুর থেকেই বেসরকারি বাসকর্মীদের একাংশের ছুটির মেজাজে চলে যাওয়ার আশঙ্কা আছে। সে জন্য রবিবার দুপুর থেকেই বাসের সংখ্যা কমে যাওয়ার কথা বলছেন বেসরকারি বাসমালিক সংগঠনের নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন