Visva-Bharati

বিশ্বভারতীর আশ্রম পর্যটকদের জন্য খুললেও মানতে হবে নিয়ম! নিতে হবে আগাম অনুমতি

বিশ্বভারতীর আশ্রম চত্বর সাধারণের জন্য খুলে দিয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু থাকছে বেশ কিছু বিধিনিষেধ। জানানো হয়েছে, আশ্রম চত্বরে প্রবেশের জন্য আগে থেকে অনুমতি নিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৯:৩৫
Share:

—ফাইল ছবি।

বিশ্বভারতীর আশ্রম চত্বর সাধারণের জন্য খুলে দিয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু থাকছে বেশ কিছু বিধিনিষেধ। জানানো হয়েছে, আশ্রম চত্বরে প্রবেশের জন্য আগে থেকে অনুমতি নিতে হবে। আশ্রমের ঐতিহ্য ও পরিবেশ রক্ষা করতে এই সিদ্ধান্ত।

Advertisement

বিশ্বভারতী জানিয়েছে, প্রতি দিন প্রচুর মানুষ আশ্রম এলাকা পরিদর্শনে আসেন। ফলে কখনও কখনও অতিরিক্ত ভিড়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। সেই কারণেই দর্শনার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, অন্তত দু’সপ্তাহ আগে অনুমতি নিতে হবে। অনুমতির জন্য আবেদনপত্র মেল করতে হবে pro@visva-bharati.in ঠিকানায়। আবেদনে দর্শনের তারিখ, সময়, দর্শনার্থীদের সংখ্যা এবং তাঁদের পরিচয় সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে। পাঠভবনের ক্লাস চলাকালীন, অর্থাৎ বুধবার এবং রবিবার বাদে অন্যান্য দিন দুপুর দেড়টা পর্যন্ত আশ্রম এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement