Potatoes in Cold Storage

আলুর ফলন হয়েছে বেশি, ৩১ ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু সংরক্ষণের নির্দেশ দিল কৃষি বিপণন দফতর

সম্প্রতি আলু সংরক্ষণের দাবি নিয়ে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে একটি আবেদন পাঠান ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ পোটাটো গ্রোয়ার্স ট্রেডার্স অ্যাসোসিয়েশন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ২০:২৭
Share:

রাজ্যের হিমঘরে আলু সংরক্ষণের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের। —ফাইল চিত্র।

এ বছর পশ্চিমবঙ্গে আলুর ফলন হয়েছে বেশি। তাই অতিরিক্ত আলু সংরক্ষণের জন্য বিশেষ পদক্ষেপ করল কৃষি বিপণন দফতর। বৃহস্পতিবার বিবৃতি জারি করে এ সংক্রান্ত বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দফতর। সম্প্রতি আলু সংরক্ষণের দাবি নিয়ে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে একটি আবেদন পাঠান ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ পোটাটো গ্রোয়ার্স ট্রেডার্স অ্যাসোসিয়েশন।

Advertisement

এসআইআরের দলীয় কাজে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় গিয়েছেন দফতরের মন্ত্রী বেচারাম মান্না। সেখান থেকেই এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, যেহেতু আমাদের রাজ্যে এ বার রেকর্ড পরিমাণ আলুর চাষ হয়েছে, আমরা সবটাই সংরক্ষণের ব্যবস্থা করেছিলাম। অতীতের মতো আলু সংরক্ষণ নিয়ে কোনও বিক্ষোভ আন্দোলন করতে হয়নি। বেচারাম আরও বলেন, এ বার সব্বোর্চ্চ আলু উৎপাদন হয়েছে, তাই এখনও আলু রয়ে গিয়েছে। তাই আজ থেকে আমরা ডিসেম্বর মাস পর্যন্ত আলু সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করলাম। আলু চাষীরা, কৃষক বন্ধুরা এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন।

কৃষি বিপণন দফতরের এক আধিকারিক জানাচ্ছেন, দফতরের এমন সিদ্ধান্তের ফলে রাজ্যে যেমন আলু দাম নিয়ন্ত্রণে থাকবে, তেমনই বাজার আলুর জোগান থাকবে পর্যাপ্ত। তাই ক্রেতা-বিক্রেতা দু্পক্ষকেই আর দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement