এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।
সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল দমদমে। ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তিন জনের বয়সই ১৮ বছরের বেশি।
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় টিউশনে যাচ্ছিল বছর চোদ্দোর ওই কিশোরী। সেই সময় রাস্তায় তার সঙ্গে এক বন্ধুর দেখা হয়। কিছু ক্ষণ কথাও হয় দু’জনের। অভিযোগ, তার পরেই ওই বন্ধু কিশোরীকে জোরজবরদস্তি একটি টোটোয় করে পাশের একটি বস্তির বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরও দু’জন ছিল। ওই বাড়িতেই কিশোরী গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনার পর রাতে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে কিশোরী। মা-বাবাকে গোটা ঘটনা জানায়। এর পরেই পুলিশে অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমে অভিযুক্ত তিন তরুণকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। রবিবার তাঁদের ব্যারাকপুর আদালতে হাজির করিয়েছিল পুলিশ। বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।