২ জানুয়ারি বারুইপুরের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে র্যাম্পে হেঁটেছিলেন তিনজন জীবিত ভোটার, যাদের ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছিল। ফাইল ছবি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির হওয়া তিন জনকে ‘মৃত’ ভোটার বলে চিহ্নিত করার ঘটনায় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যায় কমিশনের তরফে তিনটি বুথের বুথ লেভেল অফিসার (বিএলও)-কে শোকজ় করার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে এই নির্দেশ দিয়েছে কমিশন, কী ভাবে এত বড় ভুল হল, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।
এই ঘটনা রাজনৈতিক বিতর্কে রূপ নেয় যখন ২ জানুয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের জনসভার র্যাম্পে ওই তিন জীবিত ভোটারকে হাজির করেন। তিনি অভিযোগ করেন যে কমিশন ভুল করে তাদের ‘মৃত’ দেখিয়েছে, অথচ তাঁরা জীবিত। বক্তৃতায় অভিষেক বলেছিলেন, “এই তিন জন আপনারা দেখছেন, কমিশন তাঁদের মৃত দেখিয়েছে, অথচ তাঁরা এখানে, জীবিত।” কমিশনকে জবাবদিহি করতে হবে, এমনটাও বলেন তিনি।
অভিযোগ প্রকাশ্যে আসার পরেই কমিশন দ্রুত পদক্ষেপ করে। সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে রিপোর্ট চায় কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের তরফে জানানো হয়েছিল, ইচ্ছাকৃত ভাবে কোনও ভুল হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে! সেই রিপোর্ট জমা পড়ার পরেই তা খতিয়ে দেখে শনিবার সন্ধ্যায় ওই বিএলও-দের শোকজ়ের নির্দেশ দিয়েছে।
কমিশনের একটি সূত্র জানিয়েছে যে তিন জনের নাম ভুলক্রমে মৃত তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল— এই ভুল ‘অনিচ্ছাকৃত’। এই তিন জন ভোটার হলেন মানিরুল মোল্লা, মায়া দাস এবং হরেকৃষ্ণ গিরি। কমিশন জানিয়েছে যে প্রথমে তাদের নাম সংশ্লিষ্ট বুথের তালিকায় মুদ্রিত হয়নি কিন্তু পরে অনিচ্ছাকৃত ভাবে ওয়েবসাইটে আপলোড করা ডেটাতে ভুলে যুক্ত হয়ে গিয়েছিল। পরে সংশ্লিষ্ট বিএলও-রা তাঁদের বাড়িতে গিয়ে ঘটনাটি যাচাই করে প্রয়োজনীয় ফর্ম পূরণ এবং আবেদন করে তাঁদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছেন।