West Bengal Weather Update

ঘূর্ণাবর্ত, দোসর নিম্নচাপ! দিনভর দুর্যোগ দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী বর্ষণ, ভিজবে কলকাতাও

বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা। সঙ্গে টিপটিপ করে বৃষ্টিও চলছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ১১:১৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। তা ছাড়া, মধ্য বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। আগামী ২৪ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে আরও উত্তর পশ্চিমে এগোবে বলে জানিয়েছে আলিপুর। আর এই দুইয়ের জেরেই ফের একবার দুর্যোগ শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, ঝড়বৃষ্টির উপর নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব না থাকলেও মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বঠিন্ডা, অম্বালা, শাহজাহানপুর, বারাণসী, ডালটনগঞ্জ হয়ে দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তা ছাড়া, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। ফলে গোটা রাজ্য জুড়েই ফের দুর্যোগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরের চেয়ে কম।

বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়।

Advertisement

তবে উত্তরবঙ্গে এখনই দুর্যোগ থামার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার সে ভাবে ঝড়বৃষ্টির কোনও সতর্কতা জারি হয়নি। কিন্তু রবিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে। রবি ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। তবে দিনকয়েকের ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পঙের উঁচু পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। ধস নামতে পারে সিকিমেও। টানা বৃষ্টির জেরে তিস্তা, তোর্সা এবং জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে বলেও জানিয়েছে আলিপুর।

বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা। সঙ্গে টিপটিপ করে বৃষ্টিও চলছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement