বোমা-গুলি, দফায় দফায় সংঘর্ষে ফের উত্তপ্ত পাড়ুই

এলাকা দখল নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল পাড়ুইয়ের চৌমণ্ডলপুর গ্রাম। এই ঘটনায় আহত হয়েছেন দু’পক্ষেরই বেশ কয়েক জন। এই ঘটনায় কয়েক জনকে আটক করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ১৬:৫৮
Share:

প্রতীকী ছবি।

এলাকা দখল নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল পাড়ুইয়ের চৌমণ্ডলপুর গ্রাম। এই ঘটনায় আহত হয়েছেন দু’পক্ষেরই বেশ কয়েক জন। এই ঘটনায় কয়েক জনকে আটক করেছে পুলিশ।

Advertisement

তৃণমূলের অভিযোগ, মাকড়া গ্রাম থেকে বিজেপির কয়েক জন সমর্থক এসে চৌমণ্ডলপুরে তাদের সমর্থকদের উপর অতর্কিতে হামলা চালায়। গুলি চালিয়ে, বোমা মেরে তাদের সমর্থদের খুন করার চেষ্টা করে। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে বিজেপি। বিজেপির জেলা সম্পাদক প্রিয়ব্রত সিংহ জানান, তাদের কোনও সমর্থক বাইরে থেকে এসে হামলা চালায়নি।

ঘটনার সূত্রপাত ১৩ এপ্রিল। অভিযোগ ওই দিন বিজেপির সমর্থকদের মারধর করে তৃণমূলের সমর্থকরা। পরে বিজেপির লোকজন গিয়ে মাখড়া গ্রামে তৃণমূল সমর্থকদের মারে। এই ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই একটা চাপা উত্তেজনা ছিল মাখড়া ও তার আশপাশের গ্রামগুলিতে।

Advertisement

আরও পড়ুন: বারোর ধাক্কায় কম্পিত তৃণমূল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন