প্রতিহিংসার পথ দেখিয়েছে তৃণমূলই, তোপ কুণালের

কেন্দ্র নয়, তৃণমূলই রাজনৈতিক প্রতিহিংসার পথ দেখিয়েছে। তিনি নিজে তার শিকার। বুধবার সিবিআই দফতরে হাজিরার পরে বেরিয়ে এমনই অভিযোগ তৃণমূলের সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষের। সারদা কাণ্ডে ২০১৩-য় গ্রেফতার হন কুণাল। ২০১৬-য় অন্তর্বর্তী জামিনে মুক্ত হন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ০৩:২৪
Share:

কেন্দ্র নয়, তৃণমূলই রাজনৈতিক প্রতিহিংসার পথ দেখিয়েছে। তিনি নিজে তার শিকার। বুধবার সিবিআই দফতরে হাজিরার পরে বেরিয়ে এমনই অভিযোগ তৃণমূলের সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষের। সারদা কাণ্ডে ২০১৩-য় গ্রেফতার হন কুণাল। ২০১৬-য় অন্তর্বর্তী জামিনে মুক্ত হন তিনি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে তিনি বলেন, ‘‘এই গ্রেফতারিকে যাঁরা রাজনৈতিক প্রতিহিংসা বলছেন, তাঁরা মিথ্যা বলছেন। আপনারাই (তৃণমূল নেতৃত্ব) তো শুরু করেছেন। তিন বছর তার ফল ভোগ করেছি। তখন আপনারা কোথায় ছিলেন?’’

Advertisement

সিবিআইয়ের বিরুদ্ধে নয়না বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ নিয়ে তিনি জানান, ২০১৩-য় নভেম্বরে পুলিশি হয়রানি নিয়ে, বিশেষত বিধাননগরের তৎকালীন ডিসি (ডিডি) অর্ণব ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। কিছুই হয়নি। তাঁর দাবি, ‘‘নয়না, চন্দ্রিমার অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হলে আমার সেই অভিযোগ নিয়েও এগোতে হবে। না হলে বিধাননগর দক্ষিণ থানার সামনে ধর্নায় বসব।’’ কীসের বিনিময়ে, কার নির্দেশে বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তলব করা হয়নি, অর্ণববাবুর কাছে জানতে চাওয়া হোক — মন্তব্য কুণালের।

নেতৃত্বের প্ররোচনায় তৃণমূল কর্মীদের পথে না নামতে অনুরোধ করেন কুণাল। বলেন, ‘‘যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের কার সঙ্গে কার যোগাযোগ, কে কার সঙ্গে বিদেশে ঘুরেছেন, তা জানি না। আপনাদের (তৃণমূল কর্মী) তো নিয়ে যায়নি! তা হলে আপনারা কেন পথে নামছেন?’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন