adhir chowdhury

Adhir Chowdhury: ‘অধীর যাওয়ায় বন্ধ পুজো’

বহরমপুর থানার পুলিশকে বিষয়টি মৌখিক ভাবে জানানো হলে পুলিশ আশ্বাস দিলেও সদস্যরা সাহস না পাওয়ায় পুজো হয়নি বলেও দাবি করেন ওই কাউন্সিলর।

Advertisement

বিদ্যুৎ মৈত্র

শেষ আপডেট: ২৬ মে ২০২২ ০৬:২৩
Share:

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। ফাইল চিত্র।

বহরমপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রাধাগোবিন্দ মন্দিরের পুজোয় কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে আমন্ত্রণ জানানোয় পুজো বন্ধ করিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে।

Advertisement

পুজো কমিটির সদস্য অশোক পাল বলেন, “সোমবার তিন যুবক এসে আমাকে তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকারের বাড়িতে নিয়ে যায়। পুজোতে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী আসার জন্য আমাকে শাসানো হয়। কিন্তু এই পুজোতে কোনও দিন রাজনীতি ছিল না।’’ তার পর থেকে চার দিনের পুজো দু’দিনেই বন্ধ হয়ে যায়। ভীষ্মদেববাবু অভিযোগ অস্বীকার করেছেন। যদিও অশোকবাবু বলেন, “২২ বছরের পুজোয় এমন আগে ঘটেনি।” পুজো বন্ধের খবর শুনে অধীর বলেন, “যদি এমন কিছু ঘটে থাকে তাহলে তা খুব ঘৃণ্য ঘটনা। বিষয়টি খোঁজ নিচ্ছি।”

এলাকার কংগ্রেস কাউন্সিলর গোপা হালদার বলেন, “আমি যেহেতু নির্বাচনে জিতেছি তাই ওরা ভয় পাচ্ছে। ওই কাউন্সিলর এখানকার বাসিন্দাও নন। আবার কাউন্সিলরও নন। তাহলে আমার এলাকা নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন?” বহরমপুর থানার পুলিশকে বিষয়টি মৌখিক ভাবে জানানো হলে পুলিশ আশ্বাস দিলেও সদস্যরা সাহস না পাওয়ায় পুজো হয়নি বলেও দাবি করেন ওই কাউন্সিলর। ভীষ্মদেব বলেন, “কী পুজো, কারা করছে, তার বিন্দুবিসর্গ জানি না। অকারণে আমাদের নামে মিথ্যে রটাচ্ছে কংগ্রেস।” বহরমপুরের তৃণমূলের পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, “আমি বহরমপুরে নেই। এই ধরনের খবরও শুনিনি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement