Kakoli Ghosh Dastidar

বারাসতে দায়িত্বে কাকলি, সব্যসাচী

রদবদলে দার্জিলিং (সমতল) সাংগঠনিক জেলার সভাপতি পদ ফাঁকা রাখা থাকলেও সেখানে কারও নাম এখনও জানানো হয়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ০৭:৪৩
Share:

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। —নিজস্ব চিত্র।

দলের বারাসত সাংগঠনিক জেলা কমিটির সভাপতি পদে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকেই রাখল তৃণমূল কংগ্রেস। তবে কমিটির চেয়ারপার্সন পদে আনা হয়েছে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। সম্প্রতি সাংগঠনিক রদবদলের সময়ে বারাসতের এই পদ দু’টি ফাঁকা রাখা হয়েছিল। অন্য দিকে রদবদলে দার্জিলিং (সমতল) সাংগঠনিক জেলার সভাপতি পদ ফাঁকা রাখা থাকলেও সেখানে কারও নাম এখনও জানানো হয়নি। সদ্য দলে যোগ দেওয়া প্রাক্তন কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকারকে তৃণমূলের রাজ্য কমিটির সহ-সভাপতি ও ফুরফুরা শরিফের পীরজাদা পরিবারের কাশেম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। যার প্রেক্ষিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীর মন্তব্য, ‘‘এক দিকে জগন্নাথের মন্দির নিয়ে হইচই হবে, আর অন্য দিকে ফুরফুরা শরিফের পীরজাদাদের রাজনৈতিক বা সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে। বাংলায় এই কৌশলই চালাবেন দিদি!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন