Dilip Ghosh

তৃণমূল এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে, দাবি দিলীপের

তৃণমূল দিলীপবাবুর এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ০৩:০৯
Share:

দিলীপ ঘোষ।

এত দিন দেশের বিভিন্ন রাজ্যে ‘এজেন্সি’ দিয়ে বিরোধীদের ভয় দেখানো এবং হেনস্থা করার অভিযোগ উঠত বিজেপির বিরুদ্ধে। এ বার বিজেপিই সেই অভিযোগ তুলল এ রাজ্যের শাসক তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ বুধবার অভিযোগ করেন, ‘‘বিভিন্ন এজেন্সি থেকে ফোন করে আমাদের নেতা-কর্মীদের ভয় বা লোভ দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বলা হচ্ছে। যাঁরা রাজি হচ্ছেন না, তাঁদের ভিডিয়ো ফাঁস করে বদনাম করার চেষ্টা বা জোর করে তুলে নিয়ে গিয়ে মিছিলে হাঁটানো হচ্ছে।’’ বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মুকুল রায়ের অন্য কোনও রাজনৈতিক পদক্ষেপের সম্ভাবনা আছে কি না, তা নিয়ে গত দু’মাস ধরে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে। সেই প্রসঙ্গে ইঙ্গিত করে দিলীপবাবু এ দিন বলেন, ‘‘মুকুলদারও বদনাম করে তাঁর কেরিয়ার নষ্ট করার চক্রান্ত হচ্ছে।’’

Advertisement

তৃণমূল অবশ্য দিলীপবাবুর এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায় বলেন, ‘‘এজেন্সি আর অর্থ দিয়ে রাজনীতি করতে অভ্যস্ত বলেই বিজেপি সংগঠন নিয়ে অন্য কিছু ভাবতে পারে না। যাঁরা বিজেপিতে গিয়েছিলেন, তাঁরাই চূড়ান্ত হতাশা এবং অনিশ্চয়তা ছেড়ে তৃণমূলে ফিরছেন। এ ছাড়া শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং চিকিৎসা জগতের বহু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রতি আস্থা রেখে তৃণমূলে যুক্ত হচ্ছেন। ভয় বা লোভ দেখিয়ে এ সব হয় না। এর জন্য মাটিতে দাঁড়িয়ে কাজ করতে হয়।’’

আরও পড়ুন: তৃণমূল কর্মীর খুনে যাবজ্জীবন পাঁচ জনের

Advertisement

অন্য দিকে, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই’য়ের অঙ্গ হিসাবে এ দিনই একটি হেল্পলাইন নম্বর এবং ই মেল আইডি প্রকাশ করেন দিলীপবাবু। তিনি বলেন, ‘‘দুর্নীতির অভিযোগ জানাতে রাজ্যের যে কেউ এই হেল্পলাইনে ফোন করতে পারবেন।’’ দিলীপবাবু অবশ্য এ ধরনের হেল্পলাইন এর আগেও প্রকাশ করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন