২১ জুলাইয়ের প্রস্ততি তৃণমূলে

পঞ্চায়েত ভোটে বিরোধীদের এক চুলও জায়গা না-ছাড়ার পথেই হাঁটছে তৃণমূল। তাই ২১ জুলাইয়ের সমাবেশ থেকেই সাংগঠনিক প্রস্ততি শুরু করে দিতে চাইছে তারা। সেই জন্যই মমতা বিভিন্ন কর্মসূচিতে দলকে বেশি করে মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন বলে তৃণমূল সূত্রের ব্যাখ্যা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০১৭ ০৩:৫৯
Share:

পরপর কর্মসূচি নিয়ে পথে নেমেছে সিপিএম-বিজেপি। পঞ্চায়েত ভোটও সামনে। তাই এ বারের ২১ জুলাইয়ের সমাবেশকে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে তৃণমূল। প্রস্তুতিও শুরু হয়েছে। ২১ জুলাইকে ঘিরে কিছু কর্মসূচি পালনের জন্য দলের সব কর্মীকেই নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রক্তদান, সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের পাশে থাকার বার্তা দিতে বলেছেন শাসক শিবিরকে।

Advertisement

ধর্মতলায় ২১ জুলাইয়ের সভায় কর্মী-সমর্থকেরা কী ভাবে কোথা থেকে আসবেন, কোন জেলায় কী ভাবে প্রস্তুতি সভা হবে, তা ঠিক করতে ১৭ জুন তৃণমূল ভবনে বৈঠকে বসছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পঞ্চায়েত ভোটে বিরোধীদের এক চুলও জায়গা না-ছাড়ার পথেই হাঁটছে তৃণমূল। তাই ২১ জুলাইয়ের সমাবেশ থেকেই সাংগঠনিক প্রস্ততি শুরু করে দিতে চাইছে তারা। সেই জন্যই মমতা বিভিন্ন কর্মসূচিতে দলকে বেশি করে মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন বলে তৃণমূল সূত্রের ব্যাখ্যা।

Advertisement

অভিষেকও আগামী এক মাস রাজ্যের উত্তর থেকে দক্ষিণে চষে বেড়াতে পারেন বলে দলের খবর। এবং ২১ জুলাইয়ের ব্যানার, পোস্টারে শুধুমাত্র নেত্রীর ছবিই ব্যবহার করার নির্দেশ তিনি আগামী ১৭ জুনের বৈঠকে দেবেন বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement