Jagdeep Dhankhar

ধনখড়কে সরাতে বলে রাষ্ট্রপতির কাছে তৃণমূল

কোবিন্দকে দেওয়া চিঠিতে সই করেছেন তৃণমূলের রাজ্যসভা ও লোকসভার মোট পাঁচ সাংসদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৮:০৭
Share:

—ফাইল চিত্র।

রাজ্যপাল জগদীপ ধনখড়কে সরানোর রাজনৈতিক দাবিকে এ বার প্রশাসনিক স্তরে নিয়ে গেল তৃণমূল। দলের তরফে মঙ্গলবার রাজ্যপাল পদ থেকে তাঁকে সরানোর দাবি জানানো হল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। তাঁকে লেখা চিঠিতে তৃণমূল বলেছে, ‘রাজ্যপাল অসাংবিধানিক ও আইনবহির্ভূত কাজ করছেন।’ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় অবশ্য পাল্টা বলেছেন, ‘‘তৃণমূল প্রতিদিন সংবিধান অমান্য করছে। তাদের মুখে রাজ্যপাল সম্পর্কে এই অভিযোগ শোভা পায় না।’’

Advertisement

তৃণমূল মুখপাত্র সুখেন্দুশেখর রায় বুধবার বলেন, ‘‘২০১৯ সালের জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যপাল অসাংবিধানিক ও বেআইনি কাজ করে চলেছেন। তাই তাঁকে প্রত্যাহার করতে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের জন্য বলা হয়েছে।’’ কোবিন্দকে দেওয়া চিঠিতে সই করেছেন দলের রাজ্যসভা ও লোকসভার মোট পাঁচ সাংসদ।

রাজ্যপাল পদে ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক গোড়া থেকেই তিক্ত। সুখেন্দুবাবু বলেন, ‘‘রাজ্যপাল পুলিশ আধিকারিকদের তালিকা তৈরি করছেন বলে পুলিশকে ভয় দেখাতে চাইছেন। উনি এ সব করার কে?’’ রাজ্য সম্পর্কে রাজ্যপাল যে সব মন্তব্য করেছেন, তা ‘অবমাননাকর’ বলে মন্তব্য করে সুখেন্দুবাবু বলেন, ‘‘রাজ্যপাল নির্বাচন নিয়ে নানা মন্তব্য করছেন। নির্বাচন করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের। ওঁর নয়।’’

Advertisement

আরও পড়ুন: সৌম্যেন্দুর অপরাধ কী? ‘ন্যায়বিচার’ চেয়ে মমতাকে চিঠি মধ্যম অধিকারীর

আরও পড়ুন: সৌরভের বাড়িতে অশোক ভট্টাচার্য, রাজনীতিতে না আসার পরামর্শ মহারাজকে

রাজনৈতিক উদ্দেশে ধনখড় এমন কাজ করছেন এই অভিযোগে রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে তিনি রাজ্য সরকার বা প্রশাসন সম্পর্কে যে-সব কথা বলেছেন, তার তালিকা দেওয়া হয়েছে। তৃণমূলের অভিযোগ, এ সব মন্তব্য ‘সাংবিধানিক রীতি বহির্ভূত’ এবং ‘অবমাননাকর’। সুপ্রিম কোর্টের একাধিক রায়ের উল্লেখ করে তৃণমূল জানায়, ধনখড় তা অমান্য করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন