পুলিশকে হুমকি দেওয়ায় গ্রেফতার টিএমসিপি নেতা, জেল হেফাজতের নির্দেশ

মাঝরাতেই গ্রেফতার করা হল তাঁকে। শুধু তাই নয়, বুধবার সকালে আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে তিন দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। তিনি তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) রানিগঞ্জ ব্লক সভাপতি সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই রানিগঞ্জের টিডিবি কলেজে অধ্যক্ষকে ঘেরাও করে শাসক দলের ওই ছাত্র নেতা পুলিশের গাড়ি জ্বালানো, থানায় বোমা মারার হুমকি দিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৫ ০৯:৪৯
Share:

পুলিশের গাড়ি দেখে চোটপাট টিএমসিপি নেতা সৌমিত্রের।—ফাইল চিত্র।

মাঝরাতেই গ্রেফতার করা হল তাঁকে। শুধু তাই নয়, বুধবার সকালে আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে তিন দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। তিনি তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) রানিগঞ্জ ব্লক সভাপতি সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই রানিগঞ্জের টিডিবি কলেজে অধ্যক্ষকে ঘেরাও করে শাসক দলের ওই ছাত্র নেতা পুলিশের গাড়ি জ্বালানো, থানায় বোমা মারার হুমকি দিয়েছিলেন।

Advertisement

রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ওই দিন জানিয়েছিলেন, সৌমিত্রকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও জানান, পুলিশকেও বলা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। এর পর তড়িঘড়ি ওই ছাত্র নেতাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪২, ৩৮৯, ৩৫৩, ৫০৬ এবং ৫৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। ওই দিন দুপুর ২টো নাগাদ কলেজের ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক সৌমিত্র শ’দুয়েক ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে কলেজে ঢোকেন। তাঁর দাবি ছিল, কলেজে ভর্তির সময়সীমা বাড়ানো। এর পর কয়েক জনকে নিয়ে অধ্যক্ষ স্বদেশ মজুমদারের ঘরে যান তিনি। সেখান থেকে বেরিয়ে তিনি কলেজ চত্বরে পুলিশের গাড়ি দেখে খেপে ওঠেন। এর পরই হাজির পুলিশকর্মীদের উপরে চোটপাট শুরু করেন সৌমিত্র। এমনকী, পুলিশের ‘গাড়ি বোমা মেরে উড়িয়ে দেব’ বলেও হুমকি দেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন