News Of The Day

বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন। ফ্রান্স সফরে মোদী। বাংলাদেশের পরিস্থিতি। আর কী কী দিনভর নজরে

আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন। রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে সোমবার অধিবেশন শুরু হয়েছে। আজ, মঙ্গলবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন হবে বিধানসভায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন, বুধে বাজেট পেশ অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমার

Advertisement

আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন। রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে সোমবার অধিবেশন শুরু হয়েছে। আজ, মঙ্গলবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন হবে বিধানসভায়। শুধু মনমোহনের জন্য অবশ্য নয়, সদ্যপ্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ-সহ প্রয়াত অন্য বিশিষ্টজনেদের স্মৃতিতেও আজ শোকপ্রস্তাব পাঠ করা হবে। শ্রদ্ধাও জানানো হবে তাঁদের প্রতি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই শোকপ্রস্তাব পাঠ করবেন। তার পরে সারা দিনের জন্য মুলতুবি হয়ে যাবে অধিবেশন। আগামিকাল বাজেট পেশ। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার বিকেলে বাজেট পেশ করবেন। তার আগে বিধানসভায় মুখ্যমন্ত্রীর কক্ষে বসবে মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকেই মন্ত্রিসভার অনুমোদন পাবে বাজেট প্রস্তাব।

ফ্রান্স সফরে মোদী, যোগ দেবেন এআই সম্মেলনে

Advertisement

সোমবারই ফ্রান্সে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক শীর্ষবৈঠকে যোগ দেবেন তিনি। সেই বৈঠকেই থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁও। পরে তাঁর সঙ্গে নৈশভোজও সারবেন ভারতীয় প্রধানমন্ত্রী। দুই রাষ্ট্রনেতার মধ্যে একান্ত বৈঠকেরও কথা আছে। এআই থেকে শুরু করে পারমাণবিক শক্তি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনেতার মধ্যে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মুজিব-হাসিনার বাড়ি ভাঙচুর এবং বাংলাদেশের পরিস্থিতি

ঢাকার ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি থেকে মিলেছে কিছু ‘সন্দেহজনক হাড়গোড়’। এমনটাই জানিয়েছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্য দিকে, ‘শয়তানের খোঁজ অভিযান’ (অপারেশন ডেভিল হান্ট) শুরু হয়েছে বাংলাদেশে। সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ‘শয়তানের খোঁজ’ অভিযানে সারা দেশে মোট ১,৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের অধিকাংশই প্রাক্তন শাসকদল আওয়ামী লীগের কর্মী বা সেই দলের সমর্থক। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে, শান্তি ফেরাতে এই নতুন অভিযানের পরিকল্পনা।

ট্রাম্পের অবৈধবাসী বিতাড়ন এবং শুল্কযুদ্ধ কোন পথে

কানাডা, মেক্সিকোর মতো পড়শিদের কি আরও বিপাকে ফেলে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর নতুন করে কর চাপালেন তিনি। ওই পণ্য এ বার থেকে বাড়তি ২৫ শতাংশ শুল্ক নিয়ে আমদানি করবে আমেরিকা। ট্রাম্প জানিয়েছেন, এই নতুন শুল্কের বিষয়ে সোমবার আনুষ্ঠানিক ঘোষণা করবে হোয়াইট হাউস। তাৎপর্যপূর্ণ ভাবে, কানাডা হল আমেরিকার ইস্পাত আমদানির সবচেয়ে বড় উৎস। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও হিসাবটা অনেকটা তেমনই। উভয় ক্ষেত্রেই তালিকায় দ্বিতীয় মেক্সিকো। অন্য দিকে, আরও অবৈধবাসী ভারতে ফেরানোর কথা আগেই জানিয়ে দিয়েছে ট্রাম্পের প্রশাসন। আজ নজর থাকবে এই খবরে।

পঞ্জাবের আপ বিধায়কদের সঙ্গে বৈঠকে কেজরীওয়াল

আজ পঞ্জাবে আম আদমি পার্টি (আপ)-র সকল মন্ত্রী এবং বিধায়ককে নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে দলনেতা অরবিন্দ কেজরীওয়ালের। দিল্লিতে আপের হারের পরেই পঞ্জাবে বিধায়কদের দলবদলের সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। সে রাজ্যের কংগ্রেস নেতারা দাবি করেছেন, আপের প্রায় ৩০ জন বিধায়কের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। এই আবহেই আজ পঞ্জাবের আপ নেতাদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন কেজরী। বৈঠকে যোগ দেবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। আপের দাবি, এটি একটি সাধারণ সাংগঠনিক বৈঠক। তবে দিল্লির নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে বৈঠকের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement