News Of The Day

বিধানসভায় বাজেট পেশ চন্দ্রিমার। ধনখড় নিয়ে বৈঠকে বিএ কমিটি। আমেরিকায় মোদী। আর কী নজরে

বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

রাজ্য বিধানসভায় বাজেট পেশ করবেন চন্দ্রিমা, ধনখড় নিয়ে বৈঠকে বিএ কমিটি

Advertisement

আজ রাজ্যের বাজেট। বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই রাজ্য সরকারি কর্মী থেকে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তা— সকলের নজর থাকছে বাজেটের দিকে। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার বিষয়ে কিছু ঘোষিত হয় কি না, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পে বরাদ্দ বাড়ে কি না, সে সব নিয়েই উৎসাহ বেশি বিভিন্ন মহলে। মুখ্যমন্ত্রীর ঘরে মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদন পাওয়ার পরে তা বিধানসভায় পেশ হবে। মন্ত্রিসভার বৈঠকের আগে আজ বিধানসভায় আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। অধিবেশনের প্রথম ভাগের মেয়াদ এক দিন বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করতে বিজ়নেস অ্যাডভাইজ়রি কমিটি (বিএ কমিটি)-র বৈঠক ডেকেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গ বিধানসভায় বক্তৃতা করতে চেয়েছেন বলে অধিবেশনের মেয়াদ এক দিন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিতে পারেন স্পিকার।

ফ্রান্স সফর শেষ করে আমেরিকায় যাবেন মোদী

Advertisement

আজ দু’দিনের সফরে আমেরিকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এ বারের আমেরিকা সফর বিশেষ তাৎপর্যপূর্ণও বটে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করার পর দু’জনের মধ্যে প্রথম বৈঠক হতে চলেছে। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়াও শুল্ক, আমেরিকায় থাকা অবৈধবাসী ভারতীয়দের নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। মোদীর আমেরিকা সফরের মুখে ট্রাম্প অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর রবিবার নতুন করে শুল্ক বসানোর কথা ঘোষণা করেছেন। এই সিদ্ধান্তের ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে চাপে পড়বে ভারত। এই নিয়েও আলোচনা হতে পারে মোদী এবং ট্রাম্পের।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বাংলাদেশের আইনশৃঙ্খলা এবং প্রশাসনের পরিস্থিতি

বাংলাদেশে চলছে ‘ডেভিল হান্ট’ অভিযান। চলছে ‘শয়তানের খোঁজ’। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে কোনও রকম নরম মনোভাব দেখানো হবে না বলেই জানিয়েছেন। তবে ‘শয়তানের খোঁজ’ করতে গিয়ে যাতে মানবাধিকার লঙ্ঘন না হয়, সে ব্যাপারেও সতর্ক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ৩২ নম্বর ধানমন্ডির ঘটনার রেশ কাটতে না-কাটতেই বাংলাদেশের গাজীপুরে অশান্তি ছড়ায়। সেই ঘটনার পরে দুষ্কৃতীদের পাকড়াও করতে দেশ জুড়ে বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। দু’দিনে হাজারের বেশি গ্রেফতারি হয়েছে। আজ বাংলাদেশের আইনশৃঙ্খলা এবং প্রশাসনের পরিস্থিতির দিকে নজর থাকবে।

আমেরিকা এবং ব্রিটেনে অবৈধবাসীদের ধরপাকড়

আমেরিকার পর এ বার ব্রিটেনেও শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ধড়পাকড়। অবৈধবাসীদের শনাক্ত করে পাকড়াও করতে সক্রিয় হয়েছে কিয়ের স্টার্মারের লেবার সরকার। গত কয়েক দিন ধরেই ব্রিটেনের একাধিক ভারতীয় রেস্তরাঁ, গাড়ি পরিষ্কার করার দোকানে অভিযান চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকেরা। উত্তর ইং‌ল্যান্ডের হামবারসাইড এলাকার একটি ভারতীয় রেস্তরাঁ থেকেই সাত জনকে অবৈধবাসী সন্দেহে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে চার জনকে। শুধুমাত্র জানুয়ারিতেই ব্রিটেনের ৮২৮টি জায়গায় অভিযান চলেছে। আমেরিকার মতো ব্রিটেনও অবৈধবাসীদের বিমানে চাপিয়ে সংশ্লিষ্ট দেশগুলিতে ফেরত পাঠাতে শুরু করবেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

জেলায় শীতের আমেজ, শহরে তাপমাত্রা কি কমবে

হাওয়া অফিস জানিয়েছে, বুধ এবং বৃহস্পতিবার রাজ্যে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। স্বাভাবিকের থেকে কিছুটা উপরেই থাকবে তাপমাত্রা। শুক্রবার থেকে পারদ নামার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। কুয়াশা নিয়েও দক্ষিণের কয়েক জেলায় রয়েছে সতর্কতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement