News Of The Day

বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে মমতার মিছিল। বাংলার জল-পরিস্থিতি। আবহাওয়া। আর কী

ভিন্‌রাজ্যে বাঙালি ‘হেনস্থা’র বিরুদ্ধে পথে নামছেন। আজ কলকাতায় প্রতিবাদ মিছিল করবেন মুখ্যমন্ত্রী। সেই মিছিলে তাঁর সঙ্গী হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ০৭:৪৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ তকমা দেওয়া হচ্ছে, এমনকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, অভিযোগ তৃণমূলের। দলের চেয়ারপার্সন তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন্‌রাজ্যে বাঙালির সেই ‘হেনস্থা’র বিরুদ্ধে পথে নামছেন। আজ কলকাতায় প্রতিবাদ মিছিল করবেন মুখ্যমন্ত্রী। সেই মিছিলে তাঁর সঙ্গী হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়্যার থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে ধর্মতলায়। সেখানে সংক্ষিপ্ত সভা করবেন মমতা ও অভিষেক।

দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) জল ছাড়ার কারণেই বাংলার একাধিক জেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠকের পর ফের এক বার কেন্দ্রীয় সরকার এবং ডিভিসি-র দিকে অভিযোগের আঙুল তুলে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা। প্লাবন পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের সকল জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং সরকারি আধিকারিকেরা। আজ এই পরিস্থিতির দিকে নজর থাকবে।

Advertisement

লর্ডসে তৃতীয় টেস্ট হেরে পাঁচ ম্যাচের সিরিজ়ে পিছিয়ে পড়েছে ভারত। চাপে শুভমন গিলেরা। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই। তার আগে দলকে প্রস্তুত করার আট দিন সময় পাচ্ছেন কোচ গৌতম গম্ভীর। ইংল্যান্ডে ভারতীয় ক্রিকেট দলের সব খবর।

আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ। শক্তিক্ষয় করে তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। আজ থেকে তার প্রভাব কমবে রাজ্যে। তার জেরেই দক্ষিণে কমতে পারে বৃষ্টির পরিমাণ। তবে বৃষ্টি থামছে না। আজ বৃষ্টির জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলায় চলবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে।

আজ এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাই কোর্ট। দুপুর ২টোয় রায় ঘোষণা। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করবে। এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল। বিজ্ঞপ্তির একাধিক অংশ নিয়ে আপত্তি জানিয়ে মামলা দায়ের হয়। মামলা করেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। সোমবার হাই কোর্টে ওই মামলার শুনানি শেষ হয়। রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। রায় ঘোষণার অপেক্ষায় ছিলেন চাকরিপ্রার্থীরা। আজ আদালত কী রায় দেয় সে দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement