News Of The Day

এসআইআর: আপত্তি সংক্রান্ত আবেদনের শেষ দিন। বারাসতে অভিষেক। মেয়েদের আইপিএল। অস্ট্রেলিয়ান ওপেন। আর কী

আবার জিতবে বাংলা কর্মসূচি নিয়ে এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য উত্তর ২৪ পরগনা জেলার বারাসত। সোমবার সপ্তাহের প্রথম দিনেই উত্তর ২৪ পরগনা জেলার সদর শহরে রাজনৈতিক কর্মসূচি করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০৭:৫৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আবার জিতবে বাংলা কর্মসূচি নিয়ে এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য উত্তর ২৪ পরগনা জেলার বারাসত। সোমবার সপ্তাহের প্রথম দিনেই উত্তর ২৪ পরগনা জেলার সদর শহরে রাজনৈতিক কর্মসূচি করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত ১৫ বছরে কী কী উন্নয়নমূলক কাজ করেছে, তা তুলে ধরে প্রচার চালাচ্ছেন তিনি। সেই লক্ষ্যেই বারাসতে রাজনৈতিক কর্মসূচি সাজিয়েছে তৃণমূল।

বাংলায় বিশেষ নিবিড় সংশোধনের ভোটারদের শুনানি চলছে। গত ২৭ ডিসেম্বর থেকে জেলায় জেলায় ওই শুনানি শুরু হয়েছে। 'নো ম্যাপিং' এবং তথ্যগত অসঙ্গতি (লজিক্যাল ডিসক্রিপেন্সি) ভোটারদের শুনানি করছে কমিশন। শুনানিতে গতি আনতে অতিরিক্ত কর্মী নিয়োগ করেছে কমিশন। প্রথম দিকে শুনানি নিয়ে একাধিক ‘অব্যবস্থা’র অভিযোগ ওঠে। পরে শুনানি প্রক্রিয়া কিছুটা শিথিল করা হয়। ৮৫ বছরের বেশি এবং অসুস্থ, প্রতিবন্ধী ভোটারদের শুনানিকেন্দ্রে যাওয়া থেকে অব্যাহতি দেয় কমিশন। অন্য দিকে, খসড়া তালিকা নিয়ে অভিযোগ ও আপত্তির সময়সীমা বৃদ্ধি করেছিল কমিশন। সোমবার সেই সময়সীমা শেষ হচ্ছে। এই অবস্থায় আজ এসআইআর সংক্রান্ত খবরে দিকে নজর থাকবে।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্বাভাস ভিন্ন। দক্ষিণে আগামী দু’দিন তাপমাত্রা একইরকম থাকবে। তার পরের চার দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সরস্বতী পুজো আগামী শুক্রবার। তত দিনে ঠান্ডা বেশ খানিকটা কমে যাবে বলেই মনে করা হচ্ছে।

মেয়েদের আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছে স্মৃতি মন্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চারটি ম্যাচ খেলে চারটিতেই জিতেছে তারা। আজ বিপক্ষে গুজরাত জায়ান্টস। আজ জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে বেঙ্গালুরুর। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

শুরু হয়ে গিয়েছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস প্রতিযোগিতা অস্ট্রেলিয়ান ওপেন। আজ দ্বিতীয় দিনের খেলা। পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে নামছেন চতুর্থ বাছাই নোভাক জোকোভিচ, একাদশ বাছাই ড্যানিল মেডভেডেভ, ত্রয়োদশ বাছাই আন্দ্রে রুবলেভ। মেয়েদের সিঙ্গলসে রয়েছে দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেকের খেলা। এ ছাড়াও খেলবেন তৃতীয় বাছাই কোকো গফ। খেলা শুরু ভোর ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

ছোটদের বিশ্বকাপে আজ তিনটি ম্যাচ। মুখোমুখি পাকিস্তান এবং স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার লড়াই তানজ়ানিয়ার বিরুদ্ধে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের তিনটি ম্যাচই দুপুর ১টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement