News Of The Day

‘মহানায়ক সম্মান’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। ব্রিটেনে মোদী। সংসদের অধিবেশন। ভারত বনাম ইংল্যান্ড। আর কী নজরে

আজ উত্তমকুমারের প্রয়াণ দিবস। সেই উপলক্ষে প্রতি বছর রাজ্য সরকারের তরফে মহানায়কের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। আজ বিকেলে দক্ষিণ কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ০৭:৫৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ উত্তমকুমারের প্রয়াণ দিবস। সেই উপলক্ষে প্রতি বছর রাজ্য সরকারের তরফে মহানায়কের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। আজ বিকেলে দক্ষিণ কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ্যায়-সহ তাঁর পরিবারের সদস্যেরা।

ব্রিটেন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের এই সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে মোদীর। ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্যচুক্তিও স্বাক্ষরিত হতে পারে এই সফরকালে। ব্রিটেনের উদ্দেশে রওনা দেওয়ার আগে বুধবার মোদী জানান, অর্থনীতি, উন্নয়ন এবং কর্মসংস্থানে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে কথা হবে স্টারমারের সঙ্গে।

Advertisement

বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ এবং ‘অপারেশন সিঁদুর’— এই দুই বিষয়ে সংসদে আলোচনার দাবিতে কেন্দ্রের উপর লাগাতার চাপ বৃদ্ধি করে যাচ্ছে বিরোধীরা। গত কয়েক দিনে দফায় দফায় এই প্রসঙ্গগুলি নিয়ে হট্টগোল হয়েছে সংসদের উভয় কক্ষেই। বার বার মুলতুবি হয়েছে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। এরই মধ্য উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফার কারণ নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। এই অবস্থায় আজ সংসদের পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে।

শুরু হয়ে গিয়েছে ভারত ও ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। টস হেরে প্রথমে ব্যাট করছে শুভমন গিলের ভারত। ম্যাঞ্চেস্টার টেস্টে রোজই আকাশ মেঘলা থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচ আজ। প্রথম দু’টি ম্যাচ জিতে সিরিজ় ইতিমধ্যেই জিতে গিয়েছে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচ নিয়মরক্ষার। হারলে চুনকাম হবে পাকিস্তান। খেলা শুরু বিকেল ৫:৩০ থেকে।

চিন ও ভিয়েতনামে ঘূর্ণিঝড় উইফা আছড়ে পড়েছে। তার প্রভাবে বুধবার উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ঘনাচ্ছে নিম্নচাপ অঞ্চল। এই দুইয়ের প্রভাবে আবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে বেশির ভাগ জেলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement