News Of The Day

ব‍্যারাকপুর-শিলিগুড়িতে অমিত শাহ। ভারত বনাম নিউ জ়িল্যান্ড। দক্ষিণ কলকাতা জলহীন। আর কী নজরে

আজ পশ্চিমবঙ্গে বিজেপির জোড়া কর্মী সম্মেলনে যোগ দিচ্ছেন অমিত শাহ। প্রথম কর্মী সম্মেলন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। বঁনগা, বসিরহাট, ব্যারাকপুর এবং বারাসত— এই চারটি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীদের সেখানে ডাকা হয়েছে। সকাল ১১টা ১০ মিনিটে সেখানে পৌঁছোনোর কথা শাহের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০৮:০০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ পশ্চিমবঙ্গে বিজেপির জোড়া কর্মী সম্মেলনে যোগ দিচ্ছেন অমিত শাহ। প্রথম কর্মী সম্মেলন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। বঁনগা, বসিরহাট, ব্যারাকপুর এবং বারাসত— এই চারটি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীদের সেখানে ডাকা হয়েছে। সকাল ১১টা ১০ মিনিটে সেখানে পৌঁছোনোর কথা শাহের। ব্যারাকপুরের কর্মসূচি সেরে কলকাতা বিমানবন্দর হয়ে শাহ উড়ে যাবেন শিলিগুড়ির উদ্দেশে। বাগডোগরা বিমানবন্দরে নামবেন। বিমানবন্দরের অদূরেই এয়ারফোর্স মাঠে শিলিগুড়ি বিভাগের কর্মী সম্মেলন। সেখানে ডাকা হয়েছে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সাংগঠনিক জেলার বিজেপি কর্মীদের। বেলা ৩টে ২০-তে সেখানে পৌঁছোনোর কথা শাহের। এই কর্মসূচি সেরে তিনি বাগডোগরা থেকে দিল্লি রওনা দেবেন।

আজ ভারত বনাম নিউ জ়িল্যান্ড পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ। এটিই সিরিজ়ের শেষ ম্যাচ। বিশ্বকাপের আগেও দুই দলের এটিই প্রস্তুতির শেষ সুযোগ। দুই দলই যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সেরে নেবে। আগের ম্যাচে এই পরীক্ষা করতে গিয়েই হারতে হয়েছে ভারতকে। আজ কি হবে? খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement

আনন্দপুরের অগ্নিকাণ্ডের পর পাঁচ দিন কেটে গিয়েছে। এখনও নিখোঁজ ২৭ জন! পুলিশ সূত্রে খবর, গতকাল পর্যন্ত ঘটনাস্থল থেকে ২১টি দেহাংশ উদ্ধার হয়েছে। তবে মৃতের সংখ্যা ঠিক কত, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধার হওয়া দেহাংশগুলি কাদের, তা-ও জানা যায়নি। সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এখনও চলছে দেহাংশ খোঁজার কাজ। ইতিমধ্যে মোমো কোম্পানির সেই গুদামের ম্যানেজার মনোরঞ্জন শিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া, আগেই গ্রেফতার হয়েছেন দ্বিতীয় গুদামটির মালিক গঙ্গাধর দাস। ফলে সব মিলিয়ে ওই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে তিন। আনন্দপুরের ঘটনায় গতকাল শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। আনন্দপুরে মৃতের সংখ্যা বেড়ে কত হল, কতগুলি দেহ শনাক্ত হল, আজ সে সংক্রান্ত খবরে নজর থাকবে।

কলকাতার দক্ষিণ এবং পশ্চিমের বেশ কিছু এলাকায় আজ বন্ধ থাকবে গার্ডেনরিচ থেকে পানীয় জল সরবরাহ। বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে কলকাতা পুরসভা। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ সকাল সাড়ে ৯টা থেকে বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। আগামিকাল আবার ওই সব এলাকায় মিলবে জল।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন উত্তর কিংবা দক্ষিণবঙ্গ— কোথাও পারদ খুব বেশি ওঠানামার সম্ভাবনা নেই। অর্থাৎ, আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই রাজ্যে। তবে কুয়াশার দাপট চলবে। ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও।

অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের সিঙ্গলসের ফাইনাল আজ। লড়াই শীর্ষ বাছাই এবং বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কা এবং পঞ্চম বাছাই ও এই মুহূর্তে বিশ্বের তিন নম্বর এলিনা রিবাকিনার। ২০২৩ এবং ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন সাবালেঙ্কা। রিবাকিনা ২০২৩-এর ফাইনালে হেরেছিলেন সাবালেঙ্কার কাছে। আজ কি তিন বছর আগের বদলা নিতে পারবেন তিনি? না কি তৃতীয় বার চ্যাম্পিয়ন হবেন সাবালেঙ্কা? খেলা শুরু দুপুর ২টো থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement