পথে অগ্নি-শপথ, বাম-তৃণমূলে তরজাও

ধর্মঘট নিয়ে রাজ্যে শাসক তৃণমূল এবং বিরোধী বামেদের তরজাও বেধেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ ০২:০৬
Share:

হাতে মশাল: এনআরসি ও সিএএ-র বিরুদ্ধে এবং ৮ জানুয়ারি সারা ভারত ধর্মঘটের সমর্থনে ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত শ্রমিক সংগঠনগুলির মিছিল। বৃহস্পতিবার। ছবি: বিশ্বনাথ বণিক

সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) এবং জাতীয় জনসংখ্যাপঞ্জির (এনপিআর) প্রতিবাদে এবং সাধারণ ধর্মঘটের সমর্থনে পথে নামল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও নানা কর্মচারী সংগঠন। ধর্মতলা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় শিয়ালদহ পর্যন্ত মশাল মিছিল করল তারা। সিটু, আইএনটিইউসি-সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আগামী ৮ জানুয়ারি দেশ জুড়়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। মিছিলে এ দিন লোক হয়েছিল ভালই। মিছিল থেকেই অগ্নি-শপথ নেওয়া হয়েছে, নয়া নাগরিকত্ব আইন বা এনআরসি, এনপিআর কার্যকর করতে দেওয়া হবে না।

Advertisement

ধর্মঘট নিয়ে রাজ্যে শাসক তৃণমূল এবং বিরোধী বামেদের তরজাও বেধেছে। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি জানিয়ে দিয়েছে, তারা ধর্মঘটকে সমর্থন করছে না। রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল নেতা ফিরহাদ হাকিমও এ দিন বলেছেন, ‘‘আমরা নাগরিকত্ব আইন এবং এনআরসি-র অবশ্যই বিরুদ্ধে। কিন্তু বন্‌ধকে আমরা সমর্থন করছি না। বন্‌ধ করে কোনও লাভ হয় না।’’ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আবার পাল্টা বলেছেন, ‘‘এই ধর্মঘট রাজ্য সরকারের বিরুদ্ধে নয়। ধর্মঘট ডাকা হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে। এ রাজ্যে তাঁরা নরেন্দ্র মোদী-অমিত শাহদের ঢাল হয়ে দাঁড়াবেন কি না, সেটা মুখ্যমন্ত্রীকেই ঠিক করতে হবে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন