শিউলির চিঠি

দলছুট হয়ে ভাল লাগছে না। তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে থাকতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন হলদিয়ার বিধায়ক শিউলি সাহা। কিছু দিন ধরেই মুকুল রায়ের সঙ্গে শিউলিও শাসক দলের ‘বিক্ষুব্ধ’ মুখ। নিজাম প্যালেসে সম্প্রতি মুকুলের নেতৃত্বাধীন একটি সামাজিক সংগঠনের ইফতারে যোগ দেওয়ার পর দিনই সাসপেন্ড করা হয় দুই বিধায়ক শিউলি ও শীলভদ্র দত্তকে। শাস্তির পরে দু’জনেই প্রশ্ন তুলেছিলেন, সংখ্যালঘুদের অনুষ্ঠানে যাওয়া কি অপরাধ? তার পরেও শিউলি কেন তৃণমূল নেত্রীকে চিঠি দিয়ে অনুতাপ জানালেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে শাসক শিবিরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ০৩:১৪
Share:

দলছুট হয়ে ভাল লাগছে না। তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে থাকতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন হলদিয়ার বিধায়ক শিউলি সাহা। কিছু দিন ধরেই মুকুল রায়ের সঙ্গে শিউলিও শাসক দলের ‘বিক্ষুব্ধ’ মুখ। নিজাম প্যালেসে সম্প্রতি মুকুলের নেতৃত্বাধীন একটি সামাজিক সংগঠনের ইফতারে যোগ দেওয়ার পর দিনই সাসপেন্ড করা হয় দুই বিধায়ক শিউলি ও শীলভদ্র দত্তকে। শাস্তির পরে দু’জনেই প্রশ্ন তুলেছিলেন, সংখ্যালঘুদের অনুষ্ঠানে যাওয়া কি অপরাধ? তার পরেও শিউলি কেন তৃণমূল নেত্রীকে চিঠি দিয়ে অনুতাপ জানালেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে শাসক শিবিরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement