Khagen and Shankar attacked

বিজেপির খগেন-শঙ্করের উপর হামলার ৫১ ঘণ্টা পর অবশেষে গ্রেফতার দু’জন! তল্লাশি চলছে বাকিদের খোঁজে, জানাল পুলিশ

বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় অবশেষে গ্রেফতার! ঘটনার ৫১ ঘণ্টা পর দুই অভিযুক্তকে পাকড়াও করল জলপাইগুড়ি পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৯:১৯
Share:

—ফাইল চিত্র।

বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় অবশেষে গ্রেফতার! ঘটনার ৫১ ঘণ্টা পর দুই অভিযুক্তকে পাকড়াও করল জলপাইগুড়ি পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নাগরাকাটা থেকেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের এখন জলপাইগুড়়ি সদরে নিয়ে যাওয়া হচ্ছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সমীর আহমেদ বলেন, ‘‘দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।’’ তবে ধৃত দু’জনের নাম-পরিচয় পুলিশ জানায়নি। তাঁরা আদৌ কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, সে ব্যাপারেও কিছু জানায়নি পুলিশ।

গত সোমবার জলপাইগুড়ির নাগরাকাটায় দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন খগেন এবং শঙ্কর। অভিযোগ, সেই লাঠি, জুতো নিয়ে খগেন এবং শঙ্করের উপর চড়াও হয়েছিলেন কয়েকশো মানুষ। নদী থেকে পাথর তুলে তাঁদের গাড়ি লক্ষ করে ছোড়া হয় বলেও অভিযোগ। তাতেই মুখে আঘাত পান খগেন। লেগেছে বাঁ চোখের নীচে। সেখান থেকে গলগল করে রক্ত ঝরতে থাকে। ধাক্কা দেওয়া হয় শঙ্করকেও। তাঁরও হাতে চোট লাগে। দু’জনকেই পরে হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার শঙ্কর ছাড়া পেলেও খগেন এখনও চিকিৎসাধীন।

Advertisement

এই ঘটনা নিয়ে তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে। প্রত্যাশিত ভাবেই শাসকদলের দিকে আঙুল তুলেছে পদ্মশিবির। তৃণমূল সেই অভিযোগ অস্বীকার তে করেইছে। পাশাপাশি ঘটনার নিন্দা করে তারা জানিয়েছে যে, এই ধরনের বিক্ষোভকে তারা মোটেই সমর্থন করে না। ঘটনার পরের দিন হাসপাতালে গিয়ে খগেনকে দেখে এসেছিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement