Coronavirus in West Bengal

স্থিতিশীল দুই নেতা

দলের পলিটব্যুরো সদস্য সেলিম ভর্তি ই এম বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২০ ০৪:১৬
Share:

মহম্মদ সেলিম

আপাতত স্থিতিশীল করোনা-আক্রান্ত দুই সিপিএম নেতা মহম্মদ সেলিম ও অনাদি সাহু। দলের পলিটব্যুরো সদস্য সেলিম ভর্তি ই এম বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে। এইচডিইউ-এ রাখা হয়েছে তাঁকে, অক্সিজেনের সাহায্যও লাগছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই হাসপাতাল সূত্রের বক্তব্য। দক্ষিণ কলকাতার একটি নার্সিং হোমে সিটুর রাজ্য সম্পাদক অনাদিবাবুকে আইসিসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। অক্সিজেন ছাড়াই থাকতে পারছেন, স্বাভাবিক হাঁটাচলাও করছেন। কয়েক দিন পর্যবেক্ষণে রাখার পরে অনাদিবাবুকে ছেড়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement