দার্জিলিঙে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের। ছবি: সংগৃহীত।
দার্জিলিং থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটকদের গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে ছোট চারচাকা গাড়ি পড়ল খাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। গাড়িতে থাকা বাকি তিন জন জখম হয়েছেন। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, দার্জিলিং থেকে পাঙ্খাবাড়ির রাস্তা দিয়ে ফিরছিলেন পর্যটকেরা। তিনঘুমটির কাছে ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে গাড়িটি। গাড়িতে চালক-সহ মোট পাঁচ জন ছিলেন। তাঁরা প্রত্যেকেই নকশালবাড়ির বাসিন্দা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় কার্শিয়াং থানার পুলিশ। সেখান থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানতে পারে, মৃতদের নাম রাজেশ পাসোয়ান এবং সুমিত সিংহ। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে।
গাড়িতে থাকা বাকি তিন জন করণ ঠাকুর, তারক বিশ্বাস এবং রাজ দাসকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের ভর্তি করানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই চার জন শনিবার রাতেই দার্জিলিং পৌঁছেছিল। সেখান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটেছে।