madhyamik exam

Madhyamik Exam 2022: পরীক্ষাকেন্দ্রে যাবার আগে দুর্ঘটনা, হাসপাতাল থেকে পরীক্ষা দিল দুই মাধ্যমিক পরীক্ষার্থী

মধ্যশিক্ষা পর্ষদের সহযোগিতায় হাসপাতাল থেকে পরীক্ষা দিল শিলিগুড়ি ও উত্তর ২৪ পরগনার দুই পরীক্ষার্থী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি ও উত্তর ২৪ পরগনা শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৮:০১
Share:

হাসপাতালে বসে পরীক্ষা দিলেন দুই অসুস্থ পরীক্ষার্থী। নিজস্ব চিত্র

পরীক্ষাকেন্দ্রে যাবার আগেই দুর্ঘটনা। আহত এবং অসুস্থ অবস্থায় দুই জেলায় দুই হাসপাতালের শয্যায় বসে পরীক্ষা দিল দুই মাধ্যমিক পরীক্ষার্থী।

Advertisement

মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার জ্যোতিনগর এলাকায় দুই মাধ্যমিক পরীক্ষার্থী মোটর বাইকে চেপে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। দু’টি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় আহত হয় দুই মাধ্যমিক পরীক্ষার্থী। জানা গিয়েছে, এমডি রোহিত ফাঁসিদেওয়া উচ্চতর বিদ্যালয়ের ছাত্র ও তার দুই সহপাঠী রাভভিটার নজরুল শতবার্ষিকী বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল। অন্য দিকে নজরুল শতবার্ষিকী বিদ্যালয়ের এক ছাত্রী জ্যোতিনগর হাইস্কুলে আসছিল পরীক্ষা দিতে। সেই সময় দু’টি বাইকে মুখোমুখি সংঘর্ষ হয়। দুই পরীক্ষার্থীকেই ফাঁসিদেওয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহত ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও রোহিতের আঘাত ছিল গুরুতর। তাই সে হাসপাতাল থেকেই পরীক্ষা দেয়। সংশ্লিষ্ট স্কুল থেকে বন্দোবস্ত করা হয়।

অন্য দিকে, উত্তর ২৪ পরগনার অশোকনগর আদর্শ স্কুলের ছাত্রী শ্রেয়সী দে-র পরীক্ষাকেন্দ্র ছিল কল্যাণগড় সংস্কৃতি স্কুল। প্রথম পরীক্ষা দিয়ে বাড়িতে যাবার পরেই শুরু হয় তার শারীরিক অসুস্থতা। সোমবার রাত থেকে প্রবল মাথা যন্ত্রণা এবং পেটের ব্যাথা নিয়ে আশোকনগর হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী। মঙ্গলবার হাসপাতালের বেডে বসেই দ্বিতীয় পরীক্ষা দেয় সে। মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুলের সহযোগিতায় খুশি ছাত্রীর পরিবার। এখন শারীরিক ভাবে কিছুটা সুস্থ রয়েছে ওই ছাত্রী। জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন