অপহরণের অভিযোগে ধৃত ২

অপহরণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে নারকেলডাঙা ও উল্টোডাঙা থেকে। ধৃতদের নাম আহমেদ সাউদ ও মহম্মদ সরফরাজ আনসারি। উদ্ধার করা হয়েছে অপহৃত যুবক হাসান সাকিবকে। শুক্রবার দুপুরে মহম্মদ আলি পার্কের কাছ থেকে হাসানকে অপহরণ করে ছয় যুবক।

Advertisement
শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ০৩:০৫
Share:

অপহরণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে নারকেলডাঙা ও উল্টোডাঙা থেকে। ধৃতদের নাম আহমেদ সাউদ ও মহম্মদ সরফরাজ আনসারি। উদ্ধার করা হয়েছে অপহৃত যুবক হাসান সাকিবকে। শুক্রবার দুপুরে মহম্মদ আলি পার্কের কাছ থেকে হাসানকে অপহরণ করে ছয় যুবক। ওই যুবকদের থেকে বছর দুয়েক আগে তিন লক্ষ টাকা ধার নিয়েছিলেন জাকারিয়া স্ট্রিটের বাসিন্দা হাসান। টাকা শোধ না করাতেই এই অপহরণ। এর পরে অপহরণকারীরা ফোনে তেরো লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এর পরেই হাসানের স্ত্রী মুস্তাফাবিবি জোড়াসাঁকো থানায় অভিযোগ করেন। মোবাইলের টাওয়ারের অবস্থান দেখে রাতেই গ্রেফতার করা হয় ওই দু’জনকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement