Centralized Admission Portal

এআই-ভিত্তিক অভিন্ন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি-প্রক্রিয়া শুরু, প্রথম দিনেই ২৮ হাজার আবেদন

চলতি শিক্ষাবর্ষে অভিন্ন ভর্তির পোর্টালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নতুন সহায়তা ব্যবস্থা থাকছে ব্রাত্য। নাম দেওয়া হয়েছে ‘বীণা’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ২২:১০
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

অভিন্ন পোর্টালের মাধ্যমে রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হল বুধবার। চলতি শিক্ষাবর্ষে অভিন্ন ভর্তির পোর্টালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নতুন সহায়তা ব্যবস্থা থাকছে বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নাম দেওয়া হয়েছে ‘বীণা’। প্রথম দিনেই সেই ‘এআই চ্যাট বট’-এর মাধ্যমে কলেজে ভর্তির আবেদন করেছেন ৩৩৮২ জন। বুধবার মোট ২৮ হাজারের বেশি পড়ুয়া ভর্তির আবেদন জানিয়েছেন বিভিন্ন কলেজের জন্য।

Advertisement

প্রথম দিন সবচেয়ে বেশি ভর্তির আবেদন জমা পড়েছে ইংরেজিতে। তার পরেই রয়েছে বায়োলজি। কলেজে স্নাতক স্তরে ভর্তির অনলাইন পোর্টাল খুলতেই ভর্তির আবেদনে প্রচণ্ড সাড়া মিলেছে বুধবার। শিক্ষামন্ত্রী এ প্রসঙ্গে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সেন্ট্রালাইজ়ড অনলাইন পোর্টালে ২৮৪৪৩ জন ছাত্রছাত্রী নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তাঁরা মোট ৭১,৯৪৯টি আবেদন করেছেন।’’

এই এক্স পোস্টে শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘‘মোট নথিভুক্ত বা রেজিস্টার্ড ছাত্রছাত্রীদের মধ্যে ২৫১ জন ভিন্‌ রাজ্যের।’’ প্রসঙ্গত, ১ জুলাই পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে বলে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে। তার পরে পড়ুয়াদের সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নথি যাচাইকরণ করাতে হবে। ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে সেই প্রক্রিয়া। ১ অগস্ট থেকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। প্রথম দফায় সুযোগ না পেলে দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। জানানো হয়েছে, যদি আসন ফাঁকা থাকে, তবে ২ আগস্ট থেকে আবার আবেদনের সুযোগ পাবেন পড়ুয়ারা। সেই প্রক্রিয়া শেষ হবে ১১ সেপ্টেম্বর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement