Amit Shah & Suvendu Adhikari Meeting

পুজো মিটলেই সিদ্ধান্ত, বিজেপির নয়া রাজ্য কমিটি গঠন নিয়ে শুভেন্দুর মতামত শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট। সেই প্রেক্ষাপটে এ বার দিল্লিতে ডেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৪
Share:

(বাঁ দিকে) শুভেন্দু অধিকারী, অমিত শাহ (ডান দিকে)। —ফাইল চিত্র।

জুলাই মাসের ৩ তারিখে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব নিয়েছেন শমীক ভট্টাচার্য। প্রায় আড়াই মাস হয়ে গেলেও বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন হয়নি। অথচ আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট। সেই প্রেক্ষাপটে এ বার দিল্লিতে ডেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একান্তে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গ সূত্রে খবর, বিজেপি নেতা সুনীল বনসল এ রাজ্যের সংগঠনের দায়িত্বে থাকলেও, বাংলায় কড়া নজর রেখে চলেছেন শাহ। শমীক সভাপতির দায়িত্ব নেওয়ার পর তাঁর সঙ্গে বেশ কয়েক বার কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সে ক্ষেত্রে নতুন রাজ্য কমিটি গঠন নিয়েও শমীকের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তবে নতুন করে রাজ্য কমিটি গঠনের আগে শাহ কথা বলতে চেয়েছিলেন বিরোধী দলনেতার সঙ্গে। তাই সোমবার তাঁকে দিল্লিতে তলব করা হয় বলেই বিজেপি সূত্রে খবর।

সোমবার সকালের বিমানে দিল্লি যান নন্দীগ্রামের বিধায়ক। দিল্লিতে শাহের সঙ্গে আলোচনার ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন শুভেন্দু। তবে বৈঠক প্রসঙ্গে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। কিন্তু রাজ্য বিজেপির একাংশ মনে করছে, শমীকের পর শুভেন্দুর সঙ্গে কথা বলেই পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য কমিটির গঠন নিয়ে সিদ্ধান্ত নিতে চান শাহ। তাই নিজের ব্যস্ত সূচির মধ্যেও কলকাতা থেকে শুভেন্দুকে ডেকে পাঠিয়ে দিল্লিতেই সংগঠন নিয়ে বৈঠক করেছেন তিনি।

Advertisement

রাজনীতির কারবারিদের মতে, শুভেন্দুর মতো অভিজ্ঞ নেতা বিজেপি-তে খুব কমই রয়েছেন। রাজ্যের কোন জেলার ভোট সমীকরণ কেমন, কোথায় কোন সমীকরণে সংগঠন মজুবত হবে বা ভোট বৃদ্ধি করা যাবে, সেই সব বিষয় শুভেন্দুর নখদর্পণে। তাই বাংলার সংগঠনকে নতুন রূপ দেওয়ার আগে তাঁর মতামত নিতে চেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আপাতত শারদোৎসব নিয়ে পশ্চিমবঙ্গবাসী ব্যস্ত। তাই এখনই সাংগঠনিক রদবদল না হলেও, পুজোপর্ব কেটে গেলেই নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করবেন বিজেপি নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement