Nirmalendu Bhattacharya

প্রয়াত কংগ্রেস নেতা

বিধান ভবনে রবিবার নির্মলেন্দুবাবুর মরদেহ আনা হলে শ্রদ্ধা জানান প্রদীপ ভট্টাচার্য এবং অন্য নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২০ ০৫:২০
Share:

নির্মলেন্দু ভট্টাচার্য।—ফাইল চিত্র।

প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি নির্মলেন্দু ভট্টাচার্য (৭১)। আমৃত্যু কংগ্রেসের শিক্ষক সেলের নেতা নির্মলেন্দুবাবুর শনিবার বেশি রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। প্রিয়রঞ্জন দাশমুন্সি, সুব্রত মুখোপাধ্যায় ও কুমুদ ভট্টাচার্যদের সময় থেকে তিনি ছাত্র রাজনীতির পথ ধরে কংগ্রেসের সংগঠনে জায়গা করে নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নান-সহ দলীয় নেতৃত্ব। বিধান ভবনে রবিবার নির্মলেন্দুবাবুর মরদেহ আনা হলে শ্রদ্ধা জানান প্রদীপ ভট্টাচার্য এবং অন্য নেতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement