Migrant Workers Harassment

পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু পুলিশের

দ্রুত এবং সহজে ‘পিসিসি’ পাওয়ার জন্য গত বছর জুলাইতে রাজ্য পুলিশ ‘পিসিসি পোর্টাল’ চালু করে। ৩০০ টাকা ফি দিয়ে মোবাইলের মাধ্যমে পরিযায়ী শ্রমিক বা তাঁদের পরিবারের লোকজন ওই পোর্টালের মাধ্যমে এ রাজ্যে বসবাসের প্রমাণপত্রের আবেদন করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ০৮:৫৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভিন‌্ রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য ‘হেল্পলাইন’ চালু করল রাজ্য পুলিশ। নবান্ন জানিয়েছে, ৯১৪৭৭২৭৬৬৬— এই নম্বরে শুধু ওয়টস্যাপ করা যাবে। তাতে পরিযায়ী শ্রমিকের নাম, ঠিকানা-সহ বিশদ তথ্য দিতে হবে। যা দেখে, স্থানীয় পুলিশ ওই তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেবে। ইতিমধ্যে ভিন‌্ রাজ্যে কাজে যাওয়া পরিযায়ীরা সেখানকার পুলিশের হেনস্থার হাত থেকে বাঁচতে ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ (পিসিসি) নিতে চাইছেন। গত কয়েক দিনে ওই আবেদনের পরিমাণ বেড়েছে বলে সূত্রের খবর। শুক্রবার থেকে উত্তর দিনাজপুরের ইটাহারে পুলিশ পরিযায়ীদের আত্মীয়দের ‘পিসিসি-পোর্টাল’-এ আবেদনের কাজে সহযোগিতা শুরু করেছে।

দ্রুত এবং সহজে ‘পিসিসি’ পাওয়ার জন্য গত বছর জুলাইতে রাজ্য পুলিশ ‘পিসিসি পোর্টাল’ চালু করে। ৩০০ টাকা ফি দিয়ে মোবাইলের মাধ্যমে পরিযায়ী শ্রমিক বা তাঁদের পরিবারের লোকজন ওই পোর্টালের মাধ্যমে এ রাজ্যে বসবাসের প্রমাণপত্রের আবেদন করতে পারবেন। আবেদন যথাযথ হলে, এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পরিযায়ীর নামে অনলাইন ও অফলাইনে ‘পিসিসি’ দেওয়া হবে। ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন বলেন, “শংসাপত্র পেলে ভিন‌্ রাজ্যে পরিযায়ীদের উপরে পুলিশের অত্যাচার বন্ধ হবে।”

ভিন‌্ রাজ্যে কোনও সমস্যায় সহযোগিতা পেতে ইসলামপুর মহকুমা শ্রম দফতর পরিযায়ীদের বাড়ি গিয়ে দফতরের টোল-ফ্রি নম্বর দিতে শুরু করেছে। বনগাঁ জেলা পুলিশ হেল্পলাইন চালু করেছে। রাজ্য পুলিশ জানিয়েছে, ভিন‌্ রাজ্যে কাজ করতে গিয়ে কেউ সমস্যায় পড়লে, সংশ্লিষ্টের পরিবার যেন স্থানীয় থানা বা জেলা পুলিশের কন্ট্রোল রুমে জানায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন