WB Higher Secondary Result

উচ্চমাধ্যমিকে পাশের হারে রেকর্ড, ভাল ফল কলকাতার

সার্ভার বিভ্রাটের জেরে এ দিন ওয়েবসাইেট ফল দেখতে অসুবিধায় পড়েন অনেকে। প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট পর ফের সবকিছু ঠিক হয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২০ ১৫:২০
Share:

—ফাইল চিত্র।

নির্ধারিত সময়ে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হলেও, সার্ভার বিভ্রাটের জেরে ওয়েবসাইটে তা দেখতে অসুবিধায় পড়ল পড়ুয়ারা। এ দিন বিকেল ৪টে থেকে ওয়েবসাইটে ফল দেখা যাবে বলে জানা গিয়েছিল। কিন্তু সাইট খুলতে গিয়ে সমস্যায় পড়ে পড়ুয়ারা। বেশ কিছু ক্ষণ ধরে কোনও সাইটেই ফল দেখা যাচ্ছিল না। প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট পর সমস্যা মেটে।

Advertisement

এ দিন দুপুরে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়। তবে অনলাইনে পরীক্ষার ফল প্রাকাশিত হলেও, পড়ুয়াদের হাতে মার্কশিট পৌঁছবে ৩১ জুলাইয়ের মধ্যে। ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ। শেষ হওয়ার কথা ছিল ২৭ মার্চ।

কিন্তু করোনার জেরে ২৩, ২৫ এবং ২৭ মার্চের পরীক্ষাগুলি স্থগিত হয়ে যায়। দিন ক্ষণ বারে বারে বদলানোর পর, জুলাইয়ের ২, ৬ এবং ৮ তারিখে বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে। কিন্তু তা-ও স্থগিত হয়ে যায়। তার পরিবর্তে মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ করল উচ্চশিক্ষা দফতর। তবে এ বছর মেধাতালিকা প্রকাশিত হচ্ছে না। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আরও পড়ুন: জল-খাবার নেই, কামরূপে রাস্তায় নেমে এলেন শ’খানেক করোনা রোগী​

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস জানান—

• মেধাতালিকা প্রকাশ না হলেও ৫০০-র মধ্যে ৪৯৯ সর্বোচ্চ নম্বর উঠেছে।

• ৯০ শতাংশ পেয়েছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, কালিম্পঙ, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া জেলার বহু পরীক্ষার্থী।

• এ বছর মেধাতালিকা প্রকাশ না হলেও, ‘এ’ গ্রেড (৯০-১০০) পেয়েছে ৩০ হাজার ২২০ জন। ‘এ+’ (৮০-৮৯) পেয়েছে ৮৪ হাজার ৭৪৬ জন।

• এ বছর বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৮.৮৩ শতাংশ, বাণিজ্য বিভাগে পাশের হার ৯২.২২ শতাংশ এবং কলা বিভাগে পাশের হার ৮৮.৭৪ শতাংশ।

• এ বছর ছেলেদের পাশের হার ৯০.৪৪ শতাংশ। মেয়েদের পাশের হার ৯০ শতাংশের বেশি।

• এ বছর পাশের হার ৯০.১৩ শতাংশ, উচ্চমাধ্যমিকে যা রেকর্ড। গত বছর পাশের হার ছিল ৮৬.২৯ শতাংশ। এ বছর ৪ শতাংশ বাড়ল পাশের হার।

• ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩ জন পরীক্ষায় বসেন। পাশ করেছেন ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ জন।

• আগামী ৩১ জুলাই বেলা ২টো থেকে ৫২টি কেন্দ্র থেকে মার্কশিট বিতরণ করা হবে।

• আজ বিকেল থেকে ওয়েবসাইট থেকে মার্কশিট ডাউনলোড করতে পারবেন পড়ুয়ারা।

• স্ক্রুটিনির জন্য ৫০ টাকা রিভিউয়ের জন্য ৭৫ টাকা দিতে হবে। অনলাইনেও আবেদন করা যাবে।

• ৩১ অগস্টের মধ্যে স্ক্রুটিনি এবং রিভিও করা যাবে।

সাংবাদিক বৈঠকে মহুয়া দাস।

উচ্চমাধ্যমিকের ফলাফল সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে রেজিস্টার করুন এখানে |

আরও পড়ুন: শুধু লাদাখ নয়, ভারতের আরও অনেক এলাকাই চিনের টার্গেট​

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, ৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ না হলে, সর্বভারতীয় স্তরে পরীক্ষায় বসতে পারবে না উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা। সে কথা মাথায় রেখে বিশেষজ্ঞ কমিটির সুপারিশের পর মূল্যায়নের ভিত্তিতেই ফলপ্রকাশ হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন