State News

দার্জিলিঙে তুষারপাত, দক্ষিণে কমলেও উত্তরে বাড়বে বৃষ্টি

টাইগার হিলে বছরের প্রথম তুষারপাতের ফলে খুশির জোয়ার পর্যটকদের মধ্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ ১০:৫৯
Share:

মাঝেমধ্যেই মেঘের আড়ালে ঢাকা পড়ছে কাঞ্চনজঙ্ঘা। ছবি: শাটারস্টক।

সান্দাকফুর পর এ বার দার্জিলিঙেও তুষারপাত! গত কয়েক দিন ধরেই এর অপেক্ষায় ছিলেন পর্যটকেরা। শেষমেশ শনিবার দার্জিলিঙের টাইগার হিলে বছরের প্রথম তুষারপাত হয়। যার ফলে খুশির জোয়ার পর্যটকদের মধ্যে। এ দিন তুষারপাতের পর দেখা যায়, বরফের চাদরে ঢেকে গিয়েছে টাইগার হিলের আশপাশের এলাকা।

Advertisement

শনিবার ভোর থেকেই আকাশ ঝকঝকে পরিষ্কার থাকায় দার্জিলিং থেকে বেশ স্পষ্টই দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘার চূড়া। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঝেমধ্যেই মেঘের আড়ালে ঢাকা পড়ে কাঞ্চনজঙ্ঘা। দুপুরে টাইগার হিলে তুষারপাতের পর পর্যটকেরা রাস্তায় নেমে আসেন।

শুক্রবার পৌষের মাধামাঝিতেই তুষারপাত হয়েছিল সান্দাকফুতে। এ দিন দার্জিলিঙেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। ফলে গত বছরের মতো এ বারও তুষারপাতের সাক্ষী হওয়ার অপেক্ষায় ছিল দার্জিলিং। অবশেষে সে প্রতীক্ষার অবসান ঘটল।

Advertisement

পাহাড়ে তুষারপাতের পাশাপাশি সমতলেও শীত বাড়বে বলে জানিয়েছেন আবহবিদরা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আজ সারা দিনই উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। অন্য দিকে, কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টি হবে। এ রাজ্যের পাশাপাশি সিকিমেও বৃষ্টি চলছে। ইতিমধ্যেই সিকিমের লাচেন-সহ বিভিন্ন জায়গায় তুষারপাত হয়েছে।

আরও পড়ুন: বৃষ্টিতে আনাজের ক্ষতি, শীতেরও ফেরার আশা কম

তুষারপাতের পর বরফের চাদরে ঢাকা পড়েছে সিকিমের বিভিন্ন এলাকা। —নিজস্ব চিত্র।

আবহবিদরা জানিয়েছেন, বৃষ্টি কমলেই ফের গোটা রাজ্যে ফিরবে শীত। তাঁদের মতে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। তবে আজ, শনিবার সারা দিনই উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে। সেই সঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। ওই সব জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: নতুন বছরে কি সময় ফিরবে, নিশ্চিত নন টাইম কিপারেরা

পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা উজ্জ্বল হলেও কলকাতায় শীতের কামড় আরও বাড়তে পারে। এ শহরের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা খুব কাছাকাছি চলে এসেছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে ৭ ডিগ্রি নেমে ১৮ ডিগ্রি সেলসিয়াসে চলে গিয়েছে। অন্য দিকে, সর্বনিম্ন তাপমাত্রাও ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। ফলে আজ সারা দিনই শীত অনুভূত হবে বলে মত আবহবিদদের। তাঁরা আরও জানিয়েছেন, রবিবার থেকে কলকাতা-সহ রাজ্যের অন্যান্য জেলার তাপমাত্রা নিম্নমুখী হবে। ফলে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনাও প্রবল। এ দিন সকালবেলায় দার্জিলিঙের আকাশ ঝকঝকে পরিষ্কার ছিল। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ায় রীতিমতো আনন্দিত পর্যটকেরা। তবে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, পার্বত্য এলাকায় বৃষ্টি বাড়বে। এর ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঝেমধ্যেই মেঘে ঢেকে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন