Posting Case of Aniket Mahato

আরজি কর আন্দোলনের মুখ অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য, হাই কোর্টের রায়ের বিরোধিতা

অনিকেতের পোস্টিং নিয়ে রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ নয়, আরজি কর মেডিক্যাল কলেজেই অনিকেতকে পোস্টিং দেওয়ার নির্দেশ দেন। হাই কোর্টের ডিভিশন বেঞ্চও ওই নির্দেশ বহাল রাখে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১২:৫৩
Share:

অনিকেত মাহাতো। —ফাইল চিত্র।

আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতোকে পোস্টিং দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য। হাই কোর্টের নির্দেশের বিরোধিতা করে বৃহস্পতিবার রাজ্যের তরফে স্পেশ্যাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে। মামলাটির শুনানি কবে হবে, সুপ্রিম কোর্ট এখনও তা জানায়নি।

Advertisement

অনিকেতের পোস্টিং নিয়ে রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ নয়, আরজি কর মেডিক্যাল কলেজেই অনিকেতকে পোস্টিং দেওয়ার নির্দেশ দেন। হাই কোর্টের ডিভিশন বেঞ্চও ওই নির্দেশ বহাল রাখে।

হাই কোর্টের নির্দেশ কার্যকর না-করার অভিযোগ তুলে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন অনিকেত। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাই আপাতত মামলাটির শুনানি মুলতবি রাখুক হাই কোর্ট। আগামী সোমবার পর্যন্ত মামলার শুনানি পিছিয়ে দেন বিচারপতি।

Advertisement

আর জি কর আন্দোলনে জড়িত তিন চিকিৎসক অনিকেত, দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়াকেও যথাক্রমে রায়গঞ্জ, মালদহের গাজোল এবং হুগলির আরামবাগে পোস্টিং দেওয়া হয়েছিল। তাতেই শুরু হয় বিতর্ক। মেধা তালিকা থেকে বেছে বেছে শুধুমাত্র ওই তিন জনকেই উত্তরবঙ্গ এবং হুগলিতে পোস্টিং দেওয়ার বিষয়টি ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ বলেও ব্যাখ্যা করা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement