Earthquake in West Bengal

বৃষ্টির দুর্যোগের মধ্যে মৃদু ভূমিকম্প দক্ষিণবঙ্গে

বুধবার সাত সকালে মৃদু ভূকম্পন আতঙ্ক সৃষ্টি করল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২০ ১১:৫১
Share:

রিখটার স্কেলে ‌এই ভূমিকম্পের প্রাবল্য ছিল ৪.১। ফাইল চিত্র।

নিম্মচাপের জেরে রাজ্য জুড়ে হচ্ছে প্রবল বৃষ্টিপাত। এর মধ্যেই বুধবার সাত সকালে মৃদু ভূকম্পন আতঙ্ক সৃষ্টি করল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।

Advertisement

রিখটার স্কেলে ‌এই ভূমিকম্পের প্রাবল্য ছিল ৪.১। নদিয়ার পলাশীর কাছে মাটি থেকে দশ কিলোমিটার নীচে ছিল এর উৎপত্তিস্থল। সকাল ৭টা ৫৪ মিনিট নাগাদ হয় এই ভূমিকম্প। নদিয়া ছাড়াও মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ও পশ্চিম বর্ধমানের কিছু এলাকাতেও অনুভূত হয় এই ভূকম্পন।

বৃষ্টির সঙ্গে মাটি কেঁপে ওঠায় কিছুটা আতঙ্কও ছড়িয়ে পড়ে। কেউ কেউ অবশ্য ভূমিকম্পের কথা আন্দাজ করে পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে একটাই প্রশ্ন— ‘‘কিছু ক্ষণ আগে ভূমিকম্প হল?’’ কেউ বলেছেন, ‘‘ভূমিকম্প হল। আপনারা বুঝতে পেরেছেন?’’

Advertisement

যদিও এই মৃদু ভূমিকম্পের জেরে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন: রান্নাঘর থেকে গ্রন্থাগারে জায়গা পেলেন মনোরঞ্জন ব্যাপারী

আরও পড়ুন: ‘সেপ্টেম্বরে স্বাভাবিক’, তার পরেই জেলা সফর মুখ্যমন্ত্রীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন