SSC Group C and Group D Staffs

চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা ২৫ এবং ২০ হাজার টাকা করে ভাতা পাবেন এপ্রিল থেকে, বিজ্ঞপ্তি রাজ্যের

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের। তখনই তাঁদের ভাতা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৫:২১
Share:

মুখ্যমন্ত্রীর ঘোষণামাফিক চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য মাসিক ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি হল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দিল রাজ্য সরকার। তাতে বলা হয়েছে, ২০১৬ সালে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি-র যে কর্মীরা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন, তাঁরা যথাক্রমে মাসিক ২৫ এবং ২০ হাজার টাকা করে ভাতা পাবেন।

Advertisement

রাজ্য প্রকল্পের নাম দিয়েছে, ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫।’ জানানো হয়েছে,চলতি বছরের এপ্রিল মাস থেকে ওই ভাতা কার্যকর করা হল।

২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশের পর শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আন্দোলনে নামেন গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীরাও। যার প্রেক্ষিতে শিক্ষাকর্মীদের সঙ্গে একটি বৈঠক করে রাজ্য সরকার। ওই বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ-সহ একাধিক সরকারি আমলা উপস্থিত ছিলেন। টেলিফোন মারফত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় চাকরিহারাদের। তখনই গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আপাতত গ্রুপ সি কর্মীদের রাজ্য সরকার প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে দেবে। আদালতে চাকরি বাতিলের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ভাতা দেবে রাজ্য।

Advertisement

যদিও রাজ্যের এই ঘোষণার পরে হাই কোর্টে একটি মামলা দায়ের হয়েছে। সেখানে বলা হয়, সরকারের এই সিদ্ধান্ত বেআইনি। বিষয়টি নিয়ে বিচারপতি অমৃতা সিন্‌হার দৃষ্টি আকর্ষণ করা হয়। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন। এর মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য জানাল, চাকরিহারাদের প্রতি সংবেদনশীল সরকার। তাই আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাতা হিসাবে এই টাকা দেওয়া হবে।

প্রসঙ্গত, গত এপ্রিলের গোড়ায় সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় দেয়। তাতে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি যায়। নতুন নিয়োগের জন্য রাজ্যকে তিন মাস সময় দেয় শীর্ষ আদালত। পরে নতুন আবেদনের ভিত্তিতে তা বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। এই সময়ের মধ্যে রাজ্যকে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে বলেছে সুপ্রিম কোর্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement