‘হজ সাথী’

এ বছর রাজ্য থেকে মক্কায় হজে যাচ্ছেন ১২,৪০০ জন। গত বছর এই সংখ্যা ছিল সাড়ে ১০ হাজার। রাজ্য হজ কমিটি সূত্রের খবর, পশ্চিমবঙ্গ ছাড়া ঝা়ড়খণ্ড, বিহার, মণিপুর, ত্রিপুরা ও অসমের বাসিন্দারাও এ বার কলকাতা বিমানবন্দর থেকে মক্কায় যাচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ০৪:১২
Share:

হজযাত্রীদের সাহায্য করতে ‘হজ সাথী’ অ্যাপ আনল রাজ্য।

হজযাত্রীদের সাহায্য করতে ‘হজ সাথী’ অ্যাপ আনল রাজ্য। শনিবার পার্ক সার্কাসের হজ হাউসে অ্যাপটির উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এ বছর রাজ্য থেকে মক্কায় হজে যাচ্ছেন ১২,৪০০ জন। গত বছর এই সংখ্যা ছিল সাড়ে ১০ হাজার। রাজ্য হজ কমিটি সূত্রের খবর, পশ্চিমবঙ্গ ছাড়া ঝা়ড়খণ্ড, বিহার, মণিপুর, ত্রিপুরা ও অসমের বাসিন্দারাও এ বার কলকাতা বিমানবন্দর থেকে মক্কায় যাচ্ছেন। ফিরহাদ বলেন, ‘‘অ্যাপ সারা বছর চালু থাকবে। জানা যাবে যাবতীয় তথ্য। হজ ছাড়াও বছরের যে কোনও সময় উমরাহ করার প্রক্রিয়া অ্যাপ-এর মাধ্যমেই জানা যাবে।’’ ফলে হজে যাওয়ার জন্য জেলার মানুষকে বারবার কলকাতায় আসতে হবে না বলে জানান তিনি। এই প্রথম রাজারহাটের হজ হাউসে হজযাত্রীদের যাবতীয় সামগ্রীর পরীক্ষা (চেক-ইন) করা হবে। হজ কমিটির চেয়ারম্যান নাদিমুল হক বলেন, ‘‘তল্লাশির জন্য হজ হাউসে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ছা়ড়াও পুলিশ থাকবে। হজ হাউস থেকে যাত্রীদের বিমানবন্দরে গাড়িতে পৌঁছনোর দায়িত্বে থাকবে কমিটি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন