প্রাক্-বড়দিনে মুখ্যমন্ত্রী। সেন্ট জেভিয়ার্স কলেজের অনুষ্ঠানে এক প্রাক্তনীকে কেক খাওয়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন কলেজের অধ্যক্ষ ফেলিক্স রাজও। শুক্রবার সুমন বল্লভের তোলা ছবি।
সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়কে বেতন খাতে প্রতি বছর ৭ কোটি টাকা দেবে রাজ্য। শুক্রবার সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনী সংগঠনের আয়োজনে প্রাক্-বড়দিন উৎসবে উপস্থিত হয়ে এমন কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আরও জানান, আসানসোলে কলেজের জন্য চার একর জমি দেবে রাজ্য। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষকে আবাসনমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন তিনি।
চলতি মাসেই বিধানসভায় সেন্ট জেভিয়ার্সকে কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে উন্নীত করার সিদ্ধান্ত পাশ হয়েছে। সেই কারণে এ দিন মু্খ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান কলেজের অধ্যক্ষ ফেলিক্স রাজ।
এ দিন অনুষ্ঠানে মমতা জানান, কলেজের বেতন খাতে অনেক খরচ হয়। বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার জন্য রাজ্য সরকার সেই খাতে বার্ষিক ৭ কোটি টাকা দেবে। আসানসোলে কলেজের জন্য জমি চেয়ে মুখ্যমন্ত্রীকে আর্জি জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী এ দিন অনুষ্ঠানের আগে আবাসনমন্ত্রীর সঙ্গে কথা বলে ওই জমি চিহ্নিত করেন।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে নতুন নতুন কলেজ, হাসপাতাল তৈরি হয়েছে। এর বাইরে সেনা, সীমান্তরক্ষী বাহিনীকেও জমি দিতে হয়েছে।
ক্ষুদ্র, মাঝারি শিল্প এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কেও জমি দেওয়া হয়েছে। এ সব করতে রাজ্যের জমি ব্যাঙ্ক থেকে প্রচুর জমি গিয়েছে। তাই এখন উপযুক্ত জমি পাওয়া দুষ্কর। কিন্তু সেন্ট জেভিয়ার্সের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সমাজে আলাদা গুরুত্ব রয়েছে। সে কথা মাথায় রেখেই আসানসোল শহরের লাগোয়া এই জমি চিহ্নিত করেছেন তাঁরা।