Coronavirus in West Bengal

বেতন বাড়ল আশাকর্মীদের

সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশ কর্মীদের বেতনও এক হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২০ ০৫:১১
Share:

ছবি: সংগৃহীত।

করোনার মাঝে ৩৬ কোটি বাড়িতে গিয়ে সমীক্ষা চালানো আশাকর্মীদের বেতন এক হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পুজো কমিটিগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠকে একই সঙ্গে সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশ কর্মীদের বেতনও এক হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অবসরের পরে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী এ বার তিন লক্ষ টাকা করে পাবেন। রাজ্যের ৮১ হাজার হকারকে চিহ্নিত করে প্রত্যেককে দু’হাজার টাকা করে দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘পুজোর সময়ে বাড়ির বাচ্চাদের যাতে একটা করে নতুন জামা কিনে দিতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা।’’ এ দিনই তিনি কয়েক জন পুরোহিতের হাতে মাসিক পেনশন, বাড়ি বানানোর টাকা ও শংসাপত্র তুলে দেন। দমকলের চারটি রোবট-সহ ১৮ কোটি টাকা দিয়ে কেনা যন্ত্রপাতির উদ্বোধন করেন। রাজ্যের দলিত এবং হিন্দি সাহিত্য অ্যাকাডেমিকে ৫ কোটি টাকা করে এবং ইসলামিয়া হাসপাতালকে পৌনে চার কোটি টাকা দেন মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন