নিম্নচাপে নাজেহাল, অতি ভারি বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় নাজেহাল অবস্থা কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গের। হাওয়া অফিসের খবর, বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি জোর বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ১৩:৩৪
Share:

নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় নাজেহাল অবস্থা কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গের।

Advertisement

হাওয়া অফিসের খবর, বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি জোর বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। তার ফলে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ এক দিনেই বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়াতে পারে ২৪০ মিলিমিটার! দিন কয়েক আগে এক দিনে ১৫০ মিলিমিটার বৃষ্টি হওয়ার পর কলকাতাকে ভাসতে দেখেছে শহরবাসী। আর এ বার তাই ২৪০ মিলিমিটারের পূর্বাভাসে সিঁদূরে মেঘ দেখছেন শহরবাসী।

সূত্রের খবর, শনিবার দুপুরে দিল্লির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে ভারি ও অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতা এসেছে। তার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বীরভূমে ভারি বৃষ্টিপাত হয়েছে। তার জেরে লাভপুরের ৫০০০ বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। সব গুরুত্বপূর্ণ জায়গায় অফিসারদের থাকতে বলা হয়েছে।’’

Advertisement

আবহবিদেরা বলছেন, সাগরের নতুন ঘূর্ণাবর্তটি তো রয়েইছে, তার সঙ্গে সঙ্গত দিচ্ছে মধ্যপ্রদেশ ও ওড়িশার দু’টি ঘূর্ণাবর্ত। পশ্চিম ভারত থেকে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখাও। তার জেরে সাগরের নিম্নচাপটি আরও জোরালো হয়ে উঠছে বলে মনে করছেন আবহবিজ্ঞানীরা।

পুলিশ সূত্রের খবর, উত্তর ও মধ্য কলকাতার একাংশে জল জমেছিল। আগামী ৪৮ ঘণ্টায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় পুরসভার অফিসারদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ডেপুটি মেয়র ইকবাল আহমদ।

দেখুন কলকাতার জলছবি

পড়ুন জলভাসিদের ত্রাণ চেয়ে মমতাকে আর্জি অধীরের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন