West Bengal Lockdown

বাড়তি ভাড়া ছাড়াই আজ বেশি বাস রাজ্যের

পার্শ্ববর্তী জেলার সঙ্গে কলকাতার সংযোগকারী বিভিন্ন রুটেও সরকার নির্ধারিত হারেই ভাড়া নেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২০ ০৩:১০
Share:

শহরতলির ট্রেন এবং মেট্রোর অভাব মেটাতে আজ থেকে ৪০০ অতিরিক্ত সরকারি বাস পথে নামানোর কথা আগেই জানিয়েছিল রাজ্য। ছবি: পিটিআই।

অতিরিক্ত বাস আজ, সোমবার থেকেই রাস্তায় নামাচ্ছে রাজ্য সরকার। তবে তাতে এগ্‌জ়িকিউটিভ বাসের হারে (ন্যূনতম ১২ টাকা) বাড়তি ভাড়া নেওয়া হবে না। রাজ্য পরিবহণ নিগমের নির্ধারিত ভাড়াতেই (আট, নয় ও দশ টাকা) কলকাতা এবং মহানগরী সংলগ্ন বিভিন্ন এলাকায় চলবে অতিরিক্ত বাস।

Advertisement

পার্শ্ববর্তী জেলার সঙ্গে কলকাতার সংযোগকারী বিভিন্ন রুটেও সরকার নির্ধারিত হারেই ভাড়া নেওয়া হবে। শহরতলির ট্রেন এবং মেট্রোর অভাব মেটাতে আজ থেকে ৪০০ অতিরিক্ত সরকারি বাস পথে নামানোর কথা আগেই জানিয়েছিল রাজ্য। দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির বিভিন্ন অঞ্চল থেকে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড পর্যন্ত ওই সব বাস চালানো হবে। রাজ্য পরিবহণ নিগম, ট্রাম কোম্পানি এবং ভূতল পরিবহণ নিগমের ১১০০ বাস ছাড়াও এই অতিরিক্ত ৪০০ বাস এ দিন থেকে রাস্তায় নামবে। অতিরিক্ত বাসের মধ্যে ২০০ এসি বা বাতানুকূল বাস ছাড়াও থাকছে ২০০ নন-এসি বাস।

বাড়তি ২০০ নন-এসি বাসের সংস্থান করা হচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বিভিন্ন রুটের উদ্বৃত্ত বাস থেকে। আর ২০০ বাতানুকূল বাসের মধ্যে কিছু জোগাড় করা হচ্ছে বিভিন্ন অ্যাপ-নির্ভর বাস সংস্থা থেকে। যে-সব সংস্থা দূরপাল্লার বাতানুকূল ও ভলভো বাসের পরিষেবা দেয়, তাদের কাছ থেকে বাকি অতিরিক্ত এসি বাসের সংস্থান করছে রাজ্য। সেই সব বাসে টিকিটের বন্দোবস্ত করছে সরকার এবং ভাড়া দিতে হবে সরকারি বাতানুকূল বাসের হারেই।

Advertisement

আজ গণপরিবহণ

মোট সরকারি বাস ১৫০০
• রাজ্য পরিবহণ নিগম, ট্রাম কোম্পানি, ভূতল পরিবহণ নিগমের ১১০০। এ ছাড়া বাড়তি ৪০০ বাস। (বাড়তি ২০০ নন-এসি বাস দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের। অ্যাপ-নির্ভর বাস সংস্থা, এসি এবং ভলভো বাসের বেসরকারি সংস্থা বাড়তি ২০০ এসি বাস দিতে রাজি হয়েছে বলে জানায় সরকার। টিকিট জোগান দেবে রাজ্য পরিবহণ নিগম। ভাড়া দিতে হবে সরকারি বাতানুকূল বাসের হারেই।)

বেসরকারি বাস-মিনিবাস ২৩৫০
• বাস ২০০০ (আনুমানিক)
• মিনিবাস ৩৫০ (আনুমানিক)

ট্যাক্সি ৫০০০
অ্যাপ-ক্যাব ৫০০০
অটো আট হাজারের বেশি।
টালিগঞ্জ-বালিগঞ্জ রুটে ট্রাম।
গঙ্গায় ভেসেল।

অতিরিক্ত বাসের ব্যবস্থাপনা ব্যাখ্যা করে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রবিবার বলেন, ‘‘কোনও রকম বর্ধিত ভাড়া ছাড়াই বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর।’’ শহরতলির ট্রেনের মাধ্যমে যুক্ত বারুইপুর, বজবজ, বারাসতের মতো বিভিন্ন এলাকা থেকে অফিসের ব্যস্ত সময়ে বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে অনেকটাই। পরিবহণ দফতরের খবর, যাত্রীদের ভোগান্তি কমাতে ওই সব রুট ছাড়াও ব্যারাকপুর, বসিরহাট, শ্রীরামপুর, বালি, সাঁতরাগাছি, ডানলপ-সহ বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত বাস চালানো হবে। এর পাশাপাশি রাজ্য পরিবহণ নিগম এবং অন্যান্য সহযোগী সংস্থার ১১০০ বাস রাস্তায় থাকছে অন্যান্য দিনের মতোই।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, গড়িয়া শ্মশানকাণ্ড নিয়ে ফের সরব রাজ্যপাল

সরকারের ডাকে এগিয়ে এসেছে বিভিন্ন অ্যাপ-নির্ভর বাস সংস্থা এবং কিছু এসি বাস সংস্থা। একটি অ্যাপ-নির্ভর এসি বাস সংস্থার কর্তা অনুরাগ আগরওয়াল বলেন, ‘‘সরকারের অনুরোধে আমরা তো বাস চালাচ্ছিই। সেই সঙ্গে বিভিন্ন এসি বাস সংস্থাও সরকারের ডাকে সাড়া দিয়েছে। সম্মিলিত ভাবে ২০০ বাতানুকূল বাস রাস্তায় নামানো হবে।’’

আরও পড়ুন: নেই সরকারি নির্দেশিকা, বিলের পার্থক্যে নাকাল রোগী

বেসরকারি বাসের সংখ্যা আজ কিছুটা কমে যাওয়ার আশঙ্কা আছে। ডিজেলের দাম বাড়ায় বিভিন্ন রুটে বাসের সংখ্যা কমে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক প্রদীপনারায়ণ বসু। অন্যান্য বাস-মালিক সংগঠনও জানিয়েছে, ডিজেলের বর্ধিত দাম প্রাত্যহিক পরিষেবায় প্রভাব ফেলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন