বিজেপি নেতার স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

ঘটনার সূত্রপাত আরও তিন দিন আগে। গত ২৩ এপ্রিল বিজেপির ওই বুথ সভাপতির বাড়িতে তৃণমূলের লোকজন হামলা চালায় বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৮ ০৩:১৮
Share:

বিজেপির এক বুথ সভাপতির স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। নির্যাতিতা নিজেও বিজেপি কর্মী। বৃহস্পতিবারের ওই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। তবে তৃণমূল অভিযোগ মানেনি।

Advertisement

ঘটনার সূত্রপাত আরও তিন দিন আগে। গত ২৩ এপ্রিল বিজেপির ওই বুথ সভাপতির বাড়িতে তৃণমূলের লোকজন হামলা চালায় বলে অভিযোগ। ওই নেতা পুলিশে অভিযোগ জানালেও সুরাহা হয়নি, উল্টে তাঁকেই থানায় তুলে নিয়ে যাওয়া বলে দাবি করেছে বিজেপি। এর পরই বৃহস্পতিবার তৃণমূলের কয়েকজন কর্মী ওই বিজেপি নেতার বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। কোনও ঘটনাতেই স্থানীয় থানা পদক্ষেপ করেনি, এই নালিশ জানিয়ে শুক্রবার মেদিনীপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগপত্র জমা দিয়েছেন নির্যাতিতা। তাঁর সঙ্গে পুলিশ সুপারের দফতরে গিয়েছিল জেলা বিজেপির এক প্রতিনিধি দলও। পুলিশ সুপার বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’ তৃণমূলের দাঁতন ২ ব্লক সভাপতি দুর্গেশ নন্দের অবশ্য দাবি, ‘‘এমন কোনও ঘটনা ঘটেনি। ওখানে বরং বিজেপিই আমাদের মহিলা প্রার্থীর উপর জুলুম করছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement