শংকর, জয়দের সঙ্গে সাহিত্য-কথা ত্রিপাঠীর

সাহিত্যিক শংকর, জয় গোস্বামী, বাণী বসু এবং অধ্যাপক পবিত্র সরকার, সুকান্ত চৌধুরী, মীরাতুন নাহার, চিত্তব্রত পালিতদের সঙ্গে আলাপচারিতায় রাজ্যপাল জানালেন, বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের সঙ্গে দেখা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৮ ০৩:৫৫
Share:

রাজ্যপালের সঙ্গে চা-চক্রের পরে রাজভবনের বাইরে জয় গোস্বামী ও মীরাতুন নাহার। বৃহস্পতিবার। ছবি: সুমন বল্লভ

কেন ডাকছেন তিনি? এবং কাদের ডাকছেন? দু’‌টো প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল রাজ্যের রাজনীতি আর সংস্কৃতির জগতে। বৃহস্পতিবার বিকেলে রাজভবনে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে কিছু বিশিষ্টজনের চা-চক্র অবশ্য সৌজন্য বিনিময় আর সাহিত্য সংক্রান্ত আলোচনাতেই সীমায়িত থাকল।

Advertisement

সাহিত্যিক শংকর, জয় গোস্বামী, বাণী বসু এবং অধ্যাপক পবিত্র সরকার, সুকান্ত চৌধুরী, মীরাতুন নাহার, চিত্তব্রত পালিতদের সঙ্গে আলাপচারিতায় রাজ্যপাল জানালেন, বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের সঙ্গে দেখা হয়েছে। অনেক আগেই সকলকে ডেকে আলাপ-আলোচনার ইচ্ছে ছিল। কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি। হিন্দিতে বাংলা সাহিত্য অনুবাদের চেষ্টা এবং রাজ্যপালের নিজের কবিতা নিয়েই প্রধানত কথা হয়। কেশরীনাথ নিজের কবিতার বই উপহার দেন অতিথিদের। রাজভবন সূত্রের খবর, বাংলার বিদগ্ধজনেদের আন্তরিকতা তাঁকে স্পর্শ করেছে বলে জানিয়েছেন রাজ্যপাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement