Jagdeep Dhankhar

৭ মিনিটেই শেষ রাজ্যপালের ভাষণ, বিজেপি-র বিক্ষোভে ছাড়লেন বিধানসভা

রাজ্যপালের ভাষণ নিয়ে অনেক জল্পনা ছিল। ধনখড় রীতি মেনে রাজ্য মন্ত্রিসভার ভাষণ পড়বেন কিনা তা নিয়ে চলছিল বিতর্ক। সেই ভাষণ অসম্পূর্ণ রয়ে গেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৩:৫৫
Share:

রাজ্যপালকে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৪:১৫ key status

সাত মিনিটে ভাষণ শেষ

সাত মিনিটে ভাষণ শেষ করে বিধানসভা ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল। 

শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৪:১০ key status

হইচই হতে পারে, খবর ছিল

ভোট পরবর্তী সন্ত্রাস এবং আইন শৃংখলা অবনতি নিয়ে রাজ্যপাল বললে বিজেপি বিধায়করা হইচই করতে পারেন। দলের পরিষদীয় বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে গেরুয়া শিবির সূত্রে খবর ছিল।

Advertisement
শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৪:০৮ key status

থমকে গেল ভাষণ

থমকে যায় রাজ্যপালের ভাষণ। স্পিকার ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ফের শুরু হয় ভাষণ। কিন্তু তাও বেশিক্ষণ চলেনি। সংক্ষিপ্ত ভাষণ দিয়ে বেরিয়ে যান রাজ্যপাল।

শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৪:০৭ key status

বিজেপির বিক্ষোভ

রাজ্যপাল ভাষণ শুরু করতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। ভোট পরবর্তী সন্ত্রাসের পোস্টার নিয়ে আসন ছেড়ে ওয়েলে নেমে আসেন।

Advertising
Advertising
শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৪:০৬ key status

আগেই পৌঁছে যান শুভেন্দু এবং বিরোধীরা

আগেই বিধানসভায় পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে বিজেপি বিধায়করাও।

শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৪:০৩ key status

পাশাপাশি মমতা-ধনখড়

সেই সময়ে মুখ্যমন্ত্রী আর রাজ্যপাল ছিলেন একেবারে পাশাপাশি। দু’জনকে কথা বলতেও দেখা যায়।

শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৪:০২ key status

আম্বেদকরের মূর্তিতে মালা দিলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষ

তিন জনে একসঙ্গে বিধানসভা ভবন চত্বরে বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন।

শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৪:০১ key status

স্বাগত জানালেন মমতা এবং বিমান

রাজ্যপাল বিধানসভায় আসেন ঠিক ১টা ৫০ মিনিট নাগাদ। স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৪:০০ key status

নজর থাকবে মুকুল রায়ের উপর

এই অধিবেশনে নজরে থাকবেন মুকুল রায়ও। বিজেপি-র টিকিটে বিধায়ক হলেও তিনি এখন তৃণমূলে। শুক্রবার বিধানসভায় এসেই তিনি সোজা চলে যান তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের ঘরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement