বারাসতে মহিলার পচাগলা দেহ উদ্ধার! গ্রেফতার স্বামী। —প্রতীকী চিত্র।
বারাসতের অশ্বিনীপল্লী এলাকার একটি বাড়ি থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার হল। খুনের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। রবিবার রাতে ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় সোমবার গ্রেফতার করা হয়েছে মহিলার স্বামী বিজু সাহাকে। পুলিশ সূত্রে খবর, জেরায় খুনের কথা স্বীকার করেছেন বিজু।
ঘরের ভিতরে থেকে দুর্গন্ধ আসায় ভাড়াবাড়ির দরজায় কড়া নেড়েছিলেন বাড়িওয়ালা। কিন্তু ভিতর থেকে কোনও সাড়াশব্দ মেলেনি। তার পরেই পাশের পার্টি অফিসে খবর দেন তিনি। সেখান থেকে খবর যায় থানায়। পুলিশ এসে দরজা ভেঙে বিজুর স্ত্রী লক্ষ্মী মাহাতো (৩৫)-র দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, দেহটি কম্বল দিয়ে মোড়ানো ছিল। মহিলার মুখ এবং দু’টি হাত কিছু দিয়ে পোড়ানোর ইঙ্গিতও মিলেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসতের ২৮ নম্বর ওয়ার্ডে অশ্বিনীপল্লী খালপাড় সংলগ্ন এলাকায় একটি বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন পেশায় বাসচালক বিজু। তবে স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে এলাকায় দেখা যায়নি বিজুকে। স্থানীয় সূত্রে এ-ও জানা গিয়েছে যে, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হত। এই কারণে সম্প্রতি বাড়িওয়ালা তাঁদের উঠে যেতে বলেন।
সোমবার বারাসতের চাঁপাডালি এলাকা থেকে বিজুকে গ্রেফতার করে পুলিশ। তার পর তাঁকে আনা হয় বারাসত থানায়। জেরায় বিজু দাবি করেন যে, গলা টিপে স্ত্রীকে খুন করেছেন তিনি।