Coronavirus

ফের পরিযায়ী সুতির শ্রমিকেরা  

লকডাউন ঘোষণা হওয়ার পরে,  ১৬ এপ্রিল ওই শ্রমিকদের সংস্থার বাসে ফিরিয়ে দেওয়া হয়েছিল গ্রামে।

Advertisement

বিমান হাজরা

সুতি শেষ আপডেট: ০৯ জুন ২০২০ ০৫:৪৪
Share:

প্রতীকী ছবি

রুজি বড় দায়! লকডাউন শিথিল হতেই ফের ভিন্ রাজ্যে পাড়ি দেওয়া শুরু হল পরিযায়ী শ্রমিকদের। শুরু হয়নি ট্রেন চলাচল, পথে নামেনি বাস। তবু, ভিন্ রাজ্য থেকে গ্রামে ফিরে আয়ের দিশা দেখতে না-পেয়ে মুর্শিদাবাদের সুতির ৬০ জন পরিযায়ী শ্রমিক সোমবার পাড়ি দিলেন ভিন প্রদেশে। ওড়িশার বোলাঙ্গিরে তাঁদের কর্মস্থলে ফিরে যাওয়ার আগে বাস থেকে মুখ বাড়িয়ে তাঁদেরই একজন আব্দুল ওয়াহেদ বলে গেলেন, ‘‘রুজির টানেই ফিরে যাচ্ছি। ওখানে ৭০০ টাকা দিন মজুরি, এখানে কে দেবে বলুন!’’

Advertisement

লকডাউন ঘোষণা হওয়ার পরে, ১৬ এপ্রিল ওই শ্রমিকদের সংস্থার বাসে ফিরিয়ে দেওয়া হয়েছিল গ্রামে। এ দিন ওড়িশার ওই সংস্থাটিই বাস পাঠিয়ে তাঁদের ফিরিয়ে নিয়ে গেল পুরনো কর্মস্থলে। সুতির বিডিও রবীন্দ্রনাথ বাড়ুই বলেন, ‘‘কাজে ফেরার মতো ভাল খবর হয়! তবে ওঁদের বিধি মেনে কাজ করতে হবে।’’

ওড়িশার বোলাঙ্গিরের ওই সংস্থা সূত্রে জানা গিয়েছে, ১৪৩ কোটি টাকায় সেখানে গড়ে উঠছে মেডিক্যাল কলেজ। ৫০০ শয্যার সেই হাসপাতাল গড়তে গত মাস চারেক ধরে সেখানে কাজ করছেন সুতির এই নির্মাণ শ্রমিকেরা। প্রবীণ নির্মাণ শ্রমিক রহমান শেখ বলছেন, “মুর্শিদাবাদের নির্মাণ শ্রমিকদের দক্ষতা আছে বলেই না এমন জামাই আদর করে নিয়ে যাচ্ছে! প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিই। করোনার ভয়ে নিশ্চিন্ত আয়ের সুযোগ ছাড়ব কেন!”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন