যোগেন্দ্র যাদব

যোগেন্দ্র যাদবকে ‘না’

সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম টুইটেই যোগেন্দ্রকে মনে করিয়ে দিয়েছেন তৃণমূল প্রশাসনের ‘স্বরূপ’ চিনে নেওয়ার  জন্য!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৩১
Share:

যোগেন্দ্র যাদব

পরীক্ষার জন্য মাইক ব্যবহার বন্ধ। মাইক ছাড়াই বিধাননগর সেক্টর ৫-এর এসডিএফ মোড়ে সভা করে কলেজ মোড় পর্যন্ত মিছিল করার কর্মসূচি নিয়েছিল ‘আমরা ভারতের জনগণ’ নামে সংগঠন। সিএএ, এনআরসি এবং এনপিআর-এর প্রতিবাদে আজ, বুধবারের ওই কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। সভার মূল বক্তা যোগেন্দ্র যাদব এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন। সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম টুইটেই যোগেন্দ্রকে মনে করিয়ে দিয়েছেন তৃণমূল প্রশাসনের ‘স্বরূপ’ চিনে নেওয়ার জন্য! দু’দিন পরে, ২১ ফেব্রুয়ারি ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে পিডিএসের ২০তম প্রতিষ্ঠা দিবসের সভায় ‘নাগরিকত্ব আইন এবং ধর্মীয় বিভাজন’ বিষয়েও বক্তা যোগেন্দ্র। পিডিএসের আলোচনায় থাকার কথা অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়েরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন