Basirhat Incident

বসিরহাটে কুপিয়ে এবং গুলি করে যুবককে খুন! বাঁশবাগান থেকে উদ্ধার দেহ, টাকাপয়সা নিয়ে বিবাদের জেরেই হত্যা?

স্থানীয় সূত্রে খবর, কয়েক দিন আগে ঋণের টাকা মেটানো নিয়ে কয়েক জনের সঙ্গে আসাদুলের ঝামেলা হয়। তার জেরেই তাঁকে খুন করা হতে পারে বলে মনে করছেন বাসিন্দাদের অনেকে। বসিরহাট থানার পুলিশ অবশ্য সম্ভাব্য সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১০:৫১
Share:

বসিরহাটে কুপিয়ে এবং গুলি করে যুবককে খুন করার অভিযোগ। —প্রতীকী চিত্র।

উত্তর ২৪ পরগনার বসিরহাটে এক যুবককে কুপিয়ে এবং গুলি করে হত্যার অভিযোগ। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে, একটি বাঁশবাগানের ভিতর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য দেহটি বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বসিরহাট থানা এলাকার ফতুরাটিতে এই খুনের ঘটনাটি শনিবার রাতে ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।

Advertisement

মৃত যুবকের নাম আসাদুল মণ্ডল। বছর পঁচিশের ওই যুবক কলকাতার একটি ঋণদানকারী সংস্থায় কাজ করতেন। সেই সুবাদে এলাকার বহু মানুষকে স্বল্প সুদে ঋণ পাইয়ে দিতেন তিনি। শনিবার সকালেও প্রতি দিনের মতো কাজে বেরিয়েছিলেন তিনি। কিন্তু রাতে বাড়ি ফেরেননি। রবিবার ভোরে বাঁশবাগানে দেহ মেলে। স্থানীয় সূত্রে খবর, কয়েক দিন আগে ঋণের টাকা মেটানো নিয়ে কয়েক জনের সঙ্গে আসাদুলের অশান্তি হয়। তার জেরেই তাঁকে খুন করা হতে পারে বলে মনে করছেন বাসিন্দাদের অনেকে। বসিরহাট থানার পুলিশ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে।

খুনের ঘটনায় আমির মণ্ডল নামের এক ব্যক্তির দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয়দের একাংশ। ইতিমধ্যেই তাঁকে এবং আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রবিবার সকালে উত্তেজিত জনতা আমিরের দোকানে ভাঙচুর চালায়। তার পর দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement